পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e মেদিনীপুরের ইতিহাস । বিস্তার করেন । * ঐতিহাসিক এলফিন্‌ষ্ট্রোম সাহেবও উইলসন সাহেবের মত সমর্থন করিয়াছেন। } এই ঘটনা খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষ ভাগে ঘটিয়াছিল এবং সেই সময় হইতে ষোড়শ শতাব্দীর প্রারম্ভ পৰ্য্যন্ত গঙ্গবংশীয়গণ উড়িয়ায় রাজত্ব করিয়াছিলেন। গঙ্গারাঢ়ী প্রদেশ বলিতে যে গঙ্গী-সন্নিহিত তমলুক ও মেদিনীপুর প্রদেশকে বুঝায়, বর্তমান যুগের স্বদেশীয় ও বিদেশীয় মনীষিগণ তাহ। একবাক্যে স্বীকার করিয়াছেন। ; কিন্তু ঐ গঙ্গবংশের প্রতিষ্ঠাতা বার্তাহার পূর্বপুরুষগণের সম্বন্ধে কোন কথা আবিষ্কৃত হয় নাই। তবে বহুকালাবধি এ প্রদেশে একটি জনশ্রুতি আছে যে, এই দেশেরই এক রাজকুমার উৎকল জয় করিয়াছিলেন। কিন্তু তিনি যে কোন বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহ অদ্যাপি নির্ণীত হয় নাই। তৎকালে গঙ্গারাঢ়ী প্রদেশের মধ্যে তাম্রলিপ্তের রাজারাই বিশেষ ক্ষমতাশালী ছিলেন । এই কারণে আমরা অনুমান করি, অনন্তবৰ্ম্ম চোড়গঙ্গ । তাম্রলিপ্তের কোন রাজবংশেই জন্মগ্রহণ করিয়াছিলেন । তিনি ১০৭৮ হইতে ১১৪২ খৃঃ অব্দ পর্য্যন্ত উৎকলের সিংহাসনে আসীন ছিলেন। শ্ম গঙ্গবংশের প্রতিষ্ঠাতা অনস্তবৰ্ম্ম বঙ্গের সেনরাজবংশের প্রতিষ্ঠাতা বিজর সেনের সমসাময়িক ব্যক্তি । অনুমান, দক্ষিণরাঢ়ের • H. H. Wilson's Introduction to Mackenzie Collection CXXXVIII, + History of India, Book IV. Chapter 11. p. 243.

  1. The Cyclopedia of India, vol. 1. p. 40., R. C. Dutts' History of India. भूथियौग्न देठिशन-२म्न थ७, भूः २०८ । यछनर्थन, फुडौग्न थ७, २७० ! ২৩২। নব্যভারত, ১৩১৭—হিন্দুর বৈদেশিক উপনিবেশ ।
  • cशोफ़्बांजवाण-ब्रबांयगाम ध्ल-८षम छन, गू: ४s ।