পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৴৹

হিজলীর পরগণা—২৩২, মেদিনীপুর জেলার পরগনা বিভাগ—২৩৩, কোম্পানীর রাজত্বে অশান্তি ও বিদ্রোহ—২৩৫, চুয়াড় ও পাইক সৈন্য—২৩৬, চুয়াড় বিদ্রোহ—২৩৭, জঙ্গল মহালের জমিদার—২৩৭, ঘাটশিলার বিদ্রোহী জমিদার—২৩৮, মেদিনীপুরে চুয়াড় হাঙ্গামা—২৩৯, চুয়াড়দিগের অত্যাচার—২৪০, চুয়াড় দমন—২৪২, পাইকান জমী—২৪৩, জঙ্গল মহাল জেলা—২৪৪, বগড়ীর নাত্রক হাঙ্গামা—২৪৫, নাএক দলপতি অচল সিংহ—২৪৭, নাএকদিগের পরাজর—২৪৭, সন্ন্যাসী উপদ্রব—২৪৮, সিপাহী বিদ্রোহ—২৫০, মেদিনীপুরে ফরাসীদিগের কুঠী ও ব্যবসা-বাণিজ্য—২৫৪, কোম্পানীর কুঠী ও কারবার—২৫৭, হিজলীর লবণ কারবার—২৫৮, লবণ প্রস্তুত প্রণালী—২৬০, কোম্পানীর লবণ ব্যবসায়—২৬২, লবণ মহালের ইজারদার—২৬৫, সল্ট্ ডিপার্টমেণ্ট বা নিমক বিভাগ—২৬৭, জালপাই মহাল—২৬৯, রাজস্ব বিভাগ—২৭০, বিচার ও শাসন বিভাগ—২৭৪, রাজপুরুষগণ—২৭৯ ডিষ্ট্রীষ্ট্ বোর্ড—২৮০, শতবর্ষ পূর্ব্বে মেদিনীপুর—২৮১, স্কুল কলেজ—২৮২, আইন আদালত—২৮৩, লোক সংখ্যা ও আর্থিক অবস্থা—২৮৬, নৈতিক চরিত্র—২৮৭, মদ্যপান—২৮৮, জেলার সম্ভ্রান্ত ও ক্ষমতাশালী ব্যক্তি—২৮৯, অস্ত্র শস্ত্র ও দুর্গ—২৯০, ধন-সম্পত্তি—২৯১, গবর্ণমেণ্টের উপর সাধারণের বিশ্বাস—২৯২, উপাধি বিতরণ প্রথা—২৯৪, ঊনবিংশ শতাব্দী—২৯৬।

দশম অধ্যায়—প্রাচীন কীর্ত্তি ও কাহিনী।

 কীর্ত্তি ও কাহিনী—৩০০, তমলুকের কপাল মোচন তীর্থ—৩০২, মোরিয় বংশীয় গৃহপতি—৩০৪, বর্গভীমা দেবী—৩০৫, বর্গভীমার মন্দির—৩০৮, জিষ্ণুহরির মূর্ত্তি—৩১০, গৌরাঙ্গ মহাপ্রভু—৩১১, খাটপুকুর—নেতা ধোপানীর পাট—৩১২, লেপ্টেন্যাণ্ট ওহারার সমাধি—৩১২, ময়নার ধর্ম্মঠাকুর—৩১৩, ময়না গড়—৩১৩, মহিষাদল রাজবংশের কীর্ত্তি—