পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

%ow মেদিনীপুরের ইতিহাস। খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দী হইতে তাম্রলিপ্ত-রাজ্য উৎকল-রাজ্যের অন্তভুক্ত হয়। এক প্রকার ঐ সময় হইতেই তাম্রলিপ্তের বাণিজ্যখ্যাতিও বিলুপ্ত হইয়া গিয়াছিল। মেদিনীপুরের ಕಾಲ್ಜ್ಬಗ್ರ: গেজেটিয়ার-প্রণেতা ওম্যালী সাহেব লিথিয়াছেন যে, খৃষ্টীয় অষ্টম ও নবম শতাব্দীর পরে আর তামলিপ্তের নাম পাওয়া যায় না । * কিন্তু পেগু দেশের কল্যাণী গ্রামে যে শিলালিপি আবিষ্কৃত হইয়াছে, তাহা হইতে জানা যায় যে, পৃষ্ট্রের জন্মের বার শত কি তের শত যৎসর পরেও তাম্রলিপ্ত হইতে বৌদ্ধ ভিক্ষুগণ পেগুতে যাইয়া তথায় ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন । । মেজর উইলফোর্ডও লিখিয়াছেন যে, খৃষ্টীয় ১০০১ অব্দে তাম্রলিপ্তের জনৈক রাজা তাম্রলিপ্ত বন্দর হইতে চীনদেশে এক দূত প্রেরণ করিয়াছিলেন। : খৃষ্টের জন্মের চৌদ্দ শত কি পনর শত বৎসর পরে যে সকল মনসার ও চণ্ডীর গান পাওয়া যায়, তাহাতে তমলুকের নাম নাই। সে সময় লোকে পিছলদা ও ছত্রভোগ হইয়া সমুদ্রে যাইত । ৭ তমলুকে আধুনিক যে সকল জনশ্রুতি আছে, তন্মধ্যে অধিকাংশই প্রাচীন তাম্রলিপ্তবাসীর পোতারোহণ-কাহিনীর ও বাণিজ্যাদির দ্বারা উন্নতি হওয়ার গল্প। এইরূপ কিংবদন্তী—পূর্বকালে এই নগরে ৭••• ঘর ধনাঢ্য বণিকের বাস ছিল। তাহারা বাণিজ্যাদির দ্বারা বিশেষ উন্নত অবস্থা লাভ করিয়াছিলেন । উত্তরকালে ক্রমশঃ সমুদ্র সলিল

  • District Gazetteer—Midnapore—p. 220.

+ মেদিনীপুর সাহিত্য-পরিষদের ৪র্থ অধিবেশনের সভাপতি মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের অভিভাষণ । ... : Hamilton's East India Gazetteer, vol. ii. p. 682. कू शझोमtशशृॉक्षTांभू श्रृंग्लिी शश्;अंtग्नग्न छछिछारु१ 1