পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য। so ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হইয়াছিল ; তন্মধ্যে এই জেলার দক্ষিণ-পশ্চিমাংশের পূর্বকথিত দণ্ডভুক্তি রাজ্যটি অন্যতম। - তিরুমলৈ শিলালিপি হইতে জানা যায় যে, রাজেন্দ্র চোল ভীষণ যুদ্ধে দণ্ডভুক্তির অধিপতি ধৰ্ম্মপালকে ধ্বংস করিয়াছিলেন। ৯ ভুক্তি’অস্ত প্রদেশের নাম গৌড়দেশেই ছিল এবং পালরাজগণের সময়েই এরূপ নামের বিশেষ প্রচলন عامي ছিল দেখা যায়। পুণ্ড বৰ্দ্ধনভূক্তি, তীরভূক্তি, শ্ৰীনগরভুক্তি প্রভৃতি প্রদেশের নামকরণ ঐ সময়েই হয়। কিন্তু উৎকলে হিন্দু-রাজত্বকালে ভুক্তিকে দগুপাঠ বলিত উৎকলের রাজস্ব-বিভাগে দণ্ডভুক্তি নাম নাই। টানিয়া দণ্ডপাঠের মধ্যে তিনিয়া চোর নামে একটি বিশি ছিল। উৎকলের অন্তভুত প্রদেশের 'ভুক্তি’-অন্ত নাম দেখিয়া মনে হয়, কেশরিবংশের অধঃপতনের সমরে বঙ্গের পালরাজগণের সামন্ত অথবা অনুগত রাজা ধৰ্ম্মপার্ল কর্তৃক উৎকলের প্রাস্তবত্তী ঐ প্রদেশটি অধিকৃত হইলে পর উহার ঐরুপ নাম রক্ষিত হইয়াছিল। দণ্ডভুক্তির রাজা ধৰ্ম্মপাল সম্বন্ধে আর অধিক কিছু জানা যায় নাই। তবে ঐ সময়েই ধৰ্ম্মপাল-নামক একজন রাজার নাম অন্যত্র পাওয়া গিয়াছে। মাণিক গাঙ্গুলা, ঘনঝুম চক্রবর্তী প্রভৃতি কবিগণের রচিত ধৰ্ম্মমঙ্গলনামক কাব্যে ধৰ্ম্মপাল রাজার নাম আছে। এই ধৰ্ম্মপাল যখন 'গৌড়ের সিংহাসনে প্রতিষ্ঠিত ছিলেন, তখন কর্ণসেন-নামক জনৈক রাজা সেনভূম ও গোপহুষে রাজত্ব করি- , তেন। সোম ঘোষের পুত্র ইছাই ঘোষ কর্ণসেনের ছয় পুত্রকে বিনাশ • cyatwwmm j: ••* Epigraphia indica, Vol. ix. p. 232. + “It ( D. ndapata) covered generally a considerable tract of tlie country ahd cörrespondedTto theo Sanscrit Dhs,&i used • ፲፫} ಕ್ಲ 1 and Mithifa.” J. Á. S. B., (The Geography of Orissa), Vol. XII, 1916, p, 30. দণ্ডভুক্তি-রাজ্য। রাগ ধৰ্ম্মপাল ।