পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য। 3 ఫి ত্রিভুবনপাল-নামক র্তাহার আর এক পুত্রও ছিলেন । * কিন্তু ঘনরামের ধৰ্ম্মমঙ্গলাকুসারে তাহার পত্নীর নাম বল্লভ ; ধৰ্ম্মপাল অপুত্রক ছিলেন। নিৰ্ব্বাসিত বল্লভার গর্ভে সমুদ্রের ঔরসে এক পুত্র উৎপন্ন হইয়াছিল, ঘনরাম গ্রন্থমধ্যে তাহার নাম উল্লেখ করেন নাই। } ঐতিহাসিক রাখাল বাবু ঘনরামের ঐ কাহিনী সম্পূর্ণ সত্য বলিয়৷ স্বীকার করেন না। সমুদ্রের বংশে বা সমুদ্রের কুলে বঙ্গের পালরাজগণের উৎপত্তি হইয়াছিল বলিয়া একটি প্রবাদ বহুকাল হইতে চলিয়া আসিতেছে ; তিনি সমুদ্রের ঔরসে রাণী বল্লভার গর্ভে অজ্ঞাতনামা পুত্রের উৎপত্তি দেখিয়া মনে করেন, ঘনরামের সময়েও সে কাহিনী প্রচলিত ছিল, ধৰ্ম্মমঙ্গলে ঘনরাম তাহাই লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। ; অধিকন্তু ইছাই ঘোষ কর্তৃক গৌড়েশ্বর ধৰ্ম্মপাল যে কোন দিন পরাজিত হইয়াছিলেন, আজ পর্যন্ত তাহার কোন ঐতিহাসিক প্রমাণ পাওয়া বায় নাই । সম্ভবও নয় । আমরা অনুমান করি, ধৰ্ম্মমঙ্গলের ধৰ্ম্মপাল ‘গৌড়েশ্বর’ নহেন, তিনি কোন প্রাদেশিক রাজা ছিলেন। মিথিলাধিপ শিবসিংহ মৈথিলকবিদিগের নিকট যেরূপ পঞ্চগৌড়েশ্বর’ নামে পরিচিত হইয়াছেন, সেইরূপ ধৰ্ম্মপালও হার দেশীয় কবিগণ কর্তৃক ‘গৌড়েশ্বর’ আখ্যা প্রাপ্ত হইয়া থাকিবেন । উত্তর-বঙ্গে রঙ্গপুর অঞ্চলেও ধৰ্ম্মপাল-নামক একটি প্রাদেশিক রাজার নাম শ্রুতিগোচর হয়, তাহার প্রতিষ্ঠিত নগরাদির ধ্বংসাবশেষও দৃষ্ট হইয়া থাকে। প্রাচ্যবিদ্যামহার্ণব ঐযুক্ত নগেন্দ্রনাথ বসু মহাশয় অনুমান করেন, রঙ্গপুর ও দণ্ডভুক্তির ধৰ্ম্মপাল একই

  • cशोफूएजर्षभांला-अक्रप्रकूयांद्र यद्ध-8७, २४ ।। ** पनद्राएमब्र पर्वयत्रण-“काठ,ब बाज़ा गाण" ।
  1. बांबालाब्र ३ठिशग-यषय छात्र-भूः »ss, »se ।