পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ఫితా মেদিনীপুরের ইতিহাস । ব্যক্তি ছিলেন। যে সময় উত্তর-রাঢ় ও বরেস্ত্রে বিখ্যাত নরপতি মহীপালদেব সৌভাগ্য অর্জনে ব্যস্ত ছিলেন, সেই সময়ে তাহারই কোন আত্মীয় এই ধৰ্ম্মপালও পূৰ্ব্ববঙ্গে আধিপত্য বিস্তার করিতেছিলেন। কিন্তু তাহাকে তথায় বেশী দিন স্থায়ী হইতে হয় নাই । রাজা মাণিকচন্দ্রের পত্নী রাণী ময়নাবতী কর্তৃক বিতাড়িত হইয়া তিনি মেদিনীপুর জেলায় একটি নূতন রাজ্য স্থাপন করিয়াছিলেন। • কিন্তু রাখাল বাবু লিখিয়াছেন যে, অদ্যাপি এমন কোন প্রমাণ আবিষ্কৃত হয় নাই, যদ্বারা নগেন্দ্র বাবুর উক্তি সমৰ্থিত হইতে পারে। দণ্ডভুক্তির অধিপতি ধৰ্ম্মপালের সহিত মহীপালদেবের সম্বন্ধসূচক কোন প্রমাণ ও অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। তবে তিনি দণ্ডভুক্তির ধৰ্ম্মপালকে পালরাজবংশসস্তৃত বলিয়াই মনে করেন। । আমরাও মনে করি, পালরাজগণের সহিত দণ্ডভুক্তির ধৰ্ম্মপালের কিছু ন কিছু সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের বলেই তিনি এতদ্দেশে আধিপত্য বিস্তার করিতে সমর্থ হইয়াছিলেন । 3: ধৰ্ম্মমঙ্গল হইতে জানা যায় যে, কর্ণসেন ধৰ্ম্মপালের মহাসামন্ত ছিলেন। ইছাই ঘোষ তইার রাজ্য অধিকার করিলে, ধৰ্ম্মপাল র্তাহাকে স্বীয় রাজ্যের অন্তর্গত ময়নাগড়ে প্রতিষ্ঠিত করেন। দণ্ডভুক্তি হইতে ময়নাগড়ের দূরত্ব বেশী নয়, উভয় স্থানই একই জেলার মধ্যে অবস্থিত। এরূপ অবস্থায় কর্ণসেনের পক্ষে উত্তর-বঙ্গের এক প্রাদেশিক রাজার সহিত কুটুম্বিতা করির সুদূরবর্তী একজন সামন্ত-রাজকে পরাজয় করিবার জন্ত আহ্বান করিয়া আন অপেক্ষ স্বীয় সেনভূম বা গোপভূম রাজ্যের নিকটবৰ্ত্তাঁ দণ্ডভুক্তির অধিপতির সাহায্যগ্রহণ করাই • बद्दछद्र जाठीब्र हैठिशन-(ब्राजछ-क७)-नूः २१०-sv० ।। * दात्राणाब्र हैठिशन-यषय छीन-भूः १२०, २७० ।।