পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৸৶৹

কেরেন্দার বাঁধ—৩৫৬, চন্দ্রশেখর মহাদেব—৩৫৬, রাজদহ মাতা—৩৫৭, দ্বিপাকিয়ারচাঁদের প্রস্তর স্তম্ভ—৩৫৭, রামেশ্বর নাথের মন্দির—৩৫৮, তপোবন—৩৫৮, খেলাড় গড়—৩৫৯, চন্দ্ররেখা গড়—৩৬০, গোবিন্দ জিউর মন্দির—৩৬১, কমলপুরে প্রাপ্ত সূর্য্য মূর্ত্তি—৩৬১, কেশিয়াড়ীর সর্ব্বমঙ্গলা—৩৬২, কাশীশ্বর ও কপিলেশ্বর মহাদেব—৩৬৫, জগন্নাথ দেবের মন্দির ও গুণ্ডিচা বাড়ী—৩৬৬, কুরুমবেড়ার দুর্গ—৩৬৬, মোগলপাড়া ও তলকেশিয়াড়ীর মস্‌জিদ্—৩৬৯, কেশিয়াড়ীর কয়েকটী পুষ্করিণী—৩৬৯, নারায়ণগড়ের হান্দোল গড়—৩৭১, নারায়ণগড়ের চারিটী দরজা—৩৭১, ব্রহ্মাণী দেবী—৩৭২, রাণী সাগর—৩৭৩, ধলেশ্বর মহাদেব—৩৭৩, ভদ্রানী দেবী—৩৭৩, বিনয় গড়—৩৭৪, সাহ সুজার মস্‌জিদ্—৩৭৪, তুলশীচারার যাত্রা ও বাথরা বাদের মেলা—৩৭৪, দাঁতন ও চৈতন্যদেব—৩৭৫, শ্যামলেশ্বরের মন্দির—৩৭৫, বিদ্যাধর পুষ্করিণী—৩৭৬, শরশঙ্ক দীঘি—৩৭৭, ধর্ম্মসাগর—৩৭৮, শশিসেনের পাঠশালা—৩৭৯, সাতদৌলা গ্রাম—৩৭৯, মনোহরপুর ও খণ্ডরুই গড়—৩৮০, এগরার মন্দির—৩৮০, কৃষ্ণ সাগর ও নেগুঁয়ার কাছারি—৩৮১, অমর্শীর মুকদুম সাহেব—৩৮২, পঁচেট গড়—৩৮২, কাজলা গড়—৩৮২, গড় বাসুদেবপুর ও গড় কিশোর নগর—৩৮৩, বাহিরী গ্রামের প্রাচীন কীর্ত্তি—৩৮৩, জাহাজ বাঁধা তেঁতুল গাছ—৩৮৫, খাজুরী বন্দর—৩৮৬, খাজুরীর সামাধি ক্ষেত্র—৩৮৯, কাউখালীর আলোক স্তম্ভ—৩৯১, হিজলীর মস্‌জিদ্—৩৯১, মেহদীনগর—৩১৩, হিজলীর জাহাজ ঘাট—৩৯৩, কপাল কুণ্ডলার পরিকল্পানাক্ষেত্র—৩৯৩, দৌলতপুরের প্রস্তর মূর্ত্তি—৩৯৬, নন্দকুমার পুষ্করিণী—৩৯৬, কাঁথির সব্‌ডিবিজন্যাল অফিস—৩৯৭, কাঁথির প্রস্তর মূর্ত্তি—৩৯৮।

 পরিশিষ্ট—লোকসংখ্যা—৩৯৯।