পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য। లిసి মুরলীধর, বৈষ্ণবচরণ, চৈতন্যচরণ ও নন্দীরাম সামস্তপদ প্রাপ্ত হইয়ছিলেন। নদীরামের পুত্ৰই গোবৰ্দ্ধনানন্দ । গোবৰ্দ্ধনানন্দ বালিসীত৷ হইতে ময়নাগড়ে উঠিয়া যান ; দেখা যায়, ঐ সময় হইতেই এই বংশের ‘রাজা’ ও ‘বাহুবলেন্দ্র’ উপাধি হয়। আমরা মনে করি, এই সামন্ত-বংশই জৌলিতি দণ্ডপাঠের দেশাধিপতি ছিলেন এবং ঐ বালিসীতা ও জৌলিতি একই স্থান । পটাশপুর থানার মধ্যে প্রতাপভান নামক একটি পরগণ আছে। জনশ্রুতি, হিন্দুরাজত্বে ঐ স্থানে প্রতাপ ভঞ্জ নামক জনৈক রাজা উৎকলাধিপতির সামন্তরূপে রাজত্ব করিতেন । সেই বংশ বহুকাল ঐ প্রদেশে প্রতিষ্ঠিত ছিল । রাজা অমরসিংহ ঐ বংশের শেষ রাজা। কথিত আছে, মুসলমান রাজত্বের প্রারম্ভে তিনি জনৈক মুসলমান সাধুর অবমাননা করাতে র্তাহার বিরুদ্ধে নবাবী সৈন্য প্রেরিত হইয়াছিল । রাজা ধৰ্ম্মনাশের আশঙ্কায় বর্তমান সময়ের অমর্শ পরগণার অন্তর্গত কশব গ্রামের একটি সুগভীর কূপে নিমজ্জিত হইয় প্রাণ-বিসৰ্জ্জন করিয়াছিলেন। র্তাহাদের নামানুসারেই উত্তরকালে প্রতাপভান ও অমর্শী পরগণার নামকরণ হয়। ঐ সকল স্থানের মধ্যে কাটুনাদিঘী, বেলদা, প্রতাপদিবী, টিক্রাপাড়া প্রভৃতি নামে কয়েকটি স্ববৃহৎ প্রাচীন পুষ্করিণী ও কয়েকটি দেবালয়ের তাবশিষ্ট্র দৃষ্ট হয়। সেগুলি ঐ বংশেরই কীৰ্ত্তি বলিয়া নির্দেশিত হইয় থাকে। কেহ কেহ এগরার প্রসিদ্ধ হটনগর মহাদেবের মন্দিরটিও উহাদের সময়েই নিৰ্ম্মিত হইয়াছিল বলিয়া থাকেন। ঐ প্রদেশে হাতীবেড়, ঘোড়াবসান নামে কয়েকখানি গ্রাম আছে। জনশ্রুতি যে, সে সকল স্থানে ঐ বংশের হস্তিশাল, অশ্বশালা প্রভৃতি সংস্থাপিত ছিল। এতদূব্যতীত ঐ বংশ সম্বন্ধে