পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব—উৎকল-রাজ্য । ులని হিন্দু-রাজত্বে র্ত্যহাদের পূর্বপুরুষগণ ঐ সকল পদে নিযুক্ত ছিলেন এবং পুরুষানুক্রমে সেই সকল পদেই প্রতিষ্ঠিত থাকিতেন। সেই কারণে র্তাহীদের উত্তরপুরুষগণও ঐ উপাধিগুলিতে ভূষিত হইয়া গিয়াছেন। ভল্লভূম-বারিপাদ দণ্ডপাঠটি বহুদূর বিস্তৃত থাকিলেও উহার অধিকাংশই নিবিড় জঙ্গলাবৃত ছিল। এখনও ঐ প্রদেশে অনেক স্থানেই জঙ্গল বিদ্যমান আছে। মহাভারতীয় কালের বক রাজার বগড়ী-রাজ্য বা সমুদ্রগুপ্তের সমরের মহাকাস্তারের অধিপতি ব্যাঘ্ররাজের রাজ্য ঐ প্রদেশেরই অন্তভূত। ঐ প্রদেশের পূর্বাংশেই কৃষ্টভূমী বিদ্যমান এবং দেশাধিপতিগণ ঐ অংশেই আধিপত্য করিতেন। পশ্চিমাংশের স্থানে স্থানে জঙ্গলের মধ্যে অনার্য্য দলপতিগণ বাস করিত । ক্রমে ক্রমে আর্যজাতীয় পর্যক্রমশালী ব্যক্তিরা তাহদের এক একটিকে পরাজিত করিয়া ঐ জঙ্গলময় প্রদেশের স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠিত করেন । তাহার। উৎকলাধিপতির বগুত স্বীকার করিতেন । সময় সময় ঐ সকল রাজাদের মধ্যে কাহাকেও বা আবার ক্ষমতাবৃদ্ধি করত অন্য রাজাদের উপর আধিপত্য করিতে দেখা যাইত । যতদিন পারিতেন, তিনি বার্তাহার বংশধরেরা ঐরূপ ভাবেই রাজত্ব করিতেন ; দুৰ্ব্বল হইলে অন্যের অধীনতা স্বীকার করিতেন অথবা রাজ্যভ্রষ্ট হইতেন । তাহাদের অথবা তাহাদের রাজ্যাধিকারের পরিচর দিতে প্রায়ই কিছু থাকিত না। বগুত। স্বীকার করিলে উৎকলের রাজচক্রবর্তিগণ ঐক্কপ ক্ষমতাশালী রাজগণের উচ্ছেদসাধন করিতেন না। খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর প্রথম পাদে ঐৰূপ একটি রাজবংশ এই দণ্ডপাঠে প্রতিষ্ঠিত হইয়াছিল। বীরসিংহ নামক জনৈক ক্ষত্রির রাজা ঐ বংশের প্রতিষ্ঠাতা। ভজ্ঞ ভূম দগুপীঠের রাজবংশ ।