পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

23s মেদিনীপুরের ইতিহাস। রাজপথ দুইটি অনেকটা সেই প্রাচীন পথটির পাশ দিয়াই গিয়াছে ৷ ” জীচৈতন্সের ধৰ্ম্মগতপ্রাণ শিষ্যগণ হরিনামের যে তরঙ্গ তুলিয়া সমগ্র দেশকে ভাসাইয়া গিয়াছিলেন, সে প্রেম-তরঙ্গের কম্পন এই জেলাতেও বিশেষভাবে অনুভূত হইয়াছিল। ঐ সময়ে এই জেলার সহসংখ্যক পরিবার বৈষ্ণব-ধৰ্ম্মে দীক্ষিত হইয়াছিলেন । শ্রীচৈতন্য যে সময় উড়িষ্যায় গমন করেন, সে সময় উৎকলের হিন্দু-রাজার সহিত বাঙ্গালার মুসলমান সুলতানের বিবাদ চলিতেছিল। এই কারণে বঙ্গ-ড৬িব্যার সীমান্তে লোকের জীবন নিরাপদ ছিল না, শক্রপক্ষীয় লোকের বধের জন্য উভর রাজাই সীমান্তপ্রদেশের স্থানে স্থানে বধমূল পুতির রাখিয়াছিলেন । নদী পার হওয়া বড়ই দুঃসাধ্য ছিল । বঙ্গ-উড়িষ্যার সীমান্তপ্রদেশের নদী পারের কর্ভাকে ‘দানী বলিত। দানীর বস্তু দৌরাত্ম্য ছিল। জলপথ জল-দস্থ্য-সমাৰুল ছিল। সে কালের অনেক বৈষ্ণব গ্রন্থেই বঙ্গ উড়িষ্যার সীমাস্তের সেই ৰিপদ সম্বুল পথের বিপরণ বিবরিত আছে । উড়িষ্ঠার স্বৰ্য্যবংশীয় রাঙ্গ প্রতাপরুদ্রদেব ১৫৪০ খৃঃ অব্দে পরলোকগমন করেন। তাছার মৃত্যুর পর তদীর মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর রাজপুত্রগণকে হত্যা করিয়া ১৫৪২ খৃষ্টাব্দে মেদিনীপুর জেলায় মন: উড়িষ্কার সিংহাসনে সন্ধি হন। উড়িষ্ঠার প্রতিষ্ঠা । ইতিহাসে ঐ বংশ ‘ভোই বংশ’ নামে পরিচিত হইয়াছিল। কিন্তু বেণী দিন তাহাদিগকে রাজ্য ভোগ করিতে হয় নাই। মাত্র পঁচিশ বৎসর পরেই রাঙ্গ মুকুন্দদেবকে গোবিঙ্গ বিস্তাৰয়ের কৃত পাপের ফলভোগ করিতে হইয়াছিল । রাজা হরিচন্দন মুকুন্দদেব ১৫৬৯ খৃষ্টাব্দ হইতে ১৫৬৮ খৃষ্টাব্দ পর্যন্ত রাজত্ব

  • District Gazetteer, p. 25.