পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিন্দু-রাজত্ব-উৎকল-রাজ্য। Ꮌ8> করিয়াছিলেন। মোগল-কুলতিলক আকৃবর সাহ তখন দিল্লীর সম্রাট এবং সোলেমন কররাণী তখন বাঙ্গালার সিংহাসনে অধিষ্ঠত ছিলেন। ইহার কয়েক বৎসর পূর্ব হইতেই বাঙ্গালায় পাঠানদিগের সহিত দিল্লীর মোগল সম্রাটের বিরোধের স্বত্রপাত হয়। মুকুন্দদেব আক্বর সাহের সহিত সন্ধি করিয়া ১৫৬৪-৬৫ খৃষ্টাব্দে গৌড় রাজ্য আক্রমণ করেন । তিনি সে সময় ত্ৰিবেণী পর্য্যন্ত নিজের রাজ্য বিস্তার করিয়াছিলেন। উত্তরকালে আকবর সাহ যখন মেওয়ারে শিশোদীয় রাজগণের সহিত যুদ্ধে ব্যাপৃত ছিলেন, সেই সময় দোলেমন করাণী অবসর বুঝিরা উড়িয়া আক্রমণ করেন। মুকুন্দদেব কোটসম দুর্গে আশ্ৰয় লরেন। ঐ সময় তাহার একজন সামন্ত বিদ্রোহী হয় তাহাকে নিহত করেন। ঐ বিদ্রোহী সামন্ত ও বুতঃ ছোট রায় উড়িষ্যার সিংহাসন অধিকার করিবার চেষ্টা করিয়াছিলেন। কিন্তু উভয়েই দোলেমনের সেনাপতি হিন্দু-বিদ্বেষা দুৰ্দ্দান্ত কালাপাহাড় কর্তৃক পরাজিত ও নিহত হন। ১৫৬৮ খৃঃ অব্দে কালাপাহাড় কর্তৃক উড়িষ্যা বিজিত হইলে পর বর্তমান মেদিনীপুর জেলা সমেত্ত সমভ উড়িয়াপ্রদেশ মুসলমানদিগের অধিকারভুক্ত হয়। এইরূপে গৌড়রাজ্য মুসলমানের হস্তগত হইবার প্রায় পঞ্চশত বৎসর পরে উৎকলद्रौtछान्न याएँौबठी विमहे श्झेब्बान्निज । --ബ്