পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:$$ মেদিনীপুরের ইতিহাস । গ্রাম ও নগরাদি পত্তন ও সেই সেই স্থানে রাজপথ, অট্টালিকা ও মসূজিদাদি প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহার অগণ্য কীৰ্ত্তির মধ্যে কোন কোনটি খুলনা জেলার বাগের-হাটের নিকট অস্থাপি দৃষ্ট হইয়া থাকে। ১৪৫৯ খৃষ্টাব্দে ২৪শে অক্টোবর তাহার দেহ সমাহিত হয়। * খ জাহানের পরে ঐ প্রদেশের অধিকাংশ ভূভাগ এক বিস্তৃত জায়গীরে পরিণত হইয়া চাদ খাঁ মসৃনদৃ-ই-আলী নামক এক সন্ত্রান্ত মুসলমানের বৃত্তিরূপে নির্দিষ্ট হয়। বিস্তারিজ সাহেব অনুমান করেন, খ জাহান্‌ আলীর সহিত চাদ খার সম্বন্ধ ছিল । { চাদ খা নিঃসস্তান ; তাহার প্রাণত্যাগের পর উক্ত জায়গীর কিছুদিন অশ্বামিক অবস্থায় থাকে ; পরে যশোহরের খ্যাতনামা প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য গৌড়ের সুলতান দাউদ সাহের নিকট হইতে উক্ত জায়গীর লাভ করিয়া তাহাতে যশোহর-রাজ্যের প্রতিষ্ঠা করেন। সে ১৫৭৪ খৃষ্টাব্দের কথা । কিন্তু বিক্রমাদিত্য যখন উক্ত জায়গীর লাভ করেন, তখন উহার চারিদিকৃ বন-জঙ্গলে পরিণত হইয়া গিয়াছিল । তাহাকে সেই সকল জঙ্গল কাটাইয়া পুনরায় নুতন নগর পত্তন করিতে হয়। : সুতরাং অম্বুমান করা যাইতে পারে যে, উহার অন্ততঃ ত্রিশ পয়ত্রিশ বৎসর পূৰ্ব্বে চাদ খাঁর মৃত্যু হইয়াছিল। দেখ বায়, চাদ খাঁর মৃত্যু ও তাজু থার হিজলীতে অভু্যদয় প্রায় একই সময়ে ঘটে। আমাদের অনুমান, তাজ খাঁ চাদ খার বংশসম্ভূত ছিলেন। জনশ্রুতি হইতেও জানা বায় যে, তাজ খুঁ। কোন সম্রাস্ত বংশে জন্মিয়াছিলেন । সম্ভবতঃ নিম্নশ্রেণীর হিন্দু-রমণীর গর্ভজাত সন্তান J. A. S. B., Old Series, Vol. XXXVI, 1867, pt. I., p. 135. History of Backergunge. pp. 176-177. প্রতাপাদিত্য, নিখিলনাথ রায়, উপক্ৰমণিকা, পৃঃ ৮৩-৮৪ ।