পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—পাঠান-রাজত্ব । >8ዊ বলিয়া উক্ত জায়গীর হইতে বঞ্চিত হইয়া ভাটি-প্রদেশেরই এক প্রাস্তে হিজলী দ্বীপে তিনি আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হন। ঐযুক্ত নিখিলনাথ রায় মহাশয়ও অনুমান করেন, হিজলীর মসনদ-ই-আলী বংশের সহিত চাদ খার সম্বন্ধ ছিল । * তাজ খী ধাৰ্ম্মিক ব্যক্তি ছিলেন। তিনি নিজে রাজকাৰ্য্যাদি কিছুই দেখিতেন না ; সৰ্ব্বদাই ধৰ্ম্ম-কৰ্ম্মে ব্যাপৃত থাকিতেন। র্তাহার - ভ্রাতা সিকন্দর আলী রাজকাৰ্য্যাদি পৰ্য্যালোচনা . করিতেন। সিকন্দ্রর রাজকাৰ্য্যে নিপুণ এবং বীর পুরুষ ছিলেন । র্তাহার বীরত্বের ও শারীরিক বলের অনেক কাহিনী অস্থাপি শ্রুত হওয়া যায়। র্তাহারই বীরত্বে ও কৌশলে এই রাজ্যটি স্থাপিত হয়। ১৫৫৫ খৃষ্টাব্দে সিকন্দর পরলোকগমন করেন। তাহার মৃত্যুর অব্যবহিত পরেই একদল সৈন্ত আসিয়া হিজলী আক্রমণ করে। তাজ খাঁ তাহাদের হস্তে অপমানিত ও নিগৃহীত হইবার আশঙ্কায় আত্মহত্যা করেন । ক্রোমেলীন সাহেব ঐ সৈন্যদলকে বাদসাহী সৈন্য বলিয়া উল্লেখ করিয়াছেন । কিন্তু সে সময় বাদসাহী সৈন্তের পক্ষে হিজলীর মুসলমান রাজ্য অধিকার করিবার কোন গাবখ্যকতা বা সম্ভাবনাই ছিল না। ঐ সৈন্ত উড়িয়ার হিন্দু-রাজ কর্তৃক প্রেরিত। গোবিন্দ বিদ্যাধরের তখন মৃত্যু হইয়াছিল—শকা প্রতাপদের তখন উড়িষ্যার রাজা । তিনি ১৫৪৯ খৃষ্টাব্দে উড়িষ্যার সিংহাসনে প্রতিষ্ঠিত হইলেও তখনও পরাক্রান্ত সিকদের আলী জীবিত ছিলেন বলিয়াই বোধ হয়,.এতদিন হিজলীর স্বাধীনতায় হস্তক্ষেপ করেন নাই ; এক্ষণে সিকদরের মৃত্যুর সংবাদ পাইয়া সৈন্য প্রেরণ করিয়াছিলেন। তাজ খার পুত্র-সন্তান না থাকায়

  • প্রতাপাদিত্য–উপক্রমশিক্ষণ-পূ: ৮৪ ।