পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8br মেদিনীপুরের ইতিহাস। সিকন্দর আলীর পুত্র বাহাদুর র্থ উড়িষ্যার রাজার সহিত সন্ধি করিয়া হিজলী-রাজ্যে প্রতিষ্ঠিত হন। বাহাদুর র্থ ১৫৬৩ খৃষ্টাব্দ পর্য্যন্ত নিৰ্ব্বিবাদে রাজত্ব কয়িয়াছিলেন। ১৫৬৪ খৃষ্টাব্দে তাজ খার জামাতা জইল্‌ ৰ্থ তাহার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া তাহাকে রাজ্যচু্যত করেন। বাহাদুর ধ বাইরে ধী ও রাজ-সরকার কর্তৃক বন্দী হন। ১৫৭৩ খৃষ্টাব্দ পর্য্যস্ত ****" ॐ द्राक्षा জইলু ধার অধিকারে থাকে। ১৫৭৪ পৃষ্টাব্দে বাহাদুর র্থ রাজ-সরকার কর্তৃক পুনৰ্ব্বার স্বীয় রাজ্যে প্রতিষ্ঠিত হন এবং জইল খাকে কারারুদ্ধ হইতে হয়। হিজলীর মসঙ্গীদের সেবাইংগণ পূৰ্ব্বোক্ত দুইটি রাজ-সরকারকে মুসলমান-রাজ-সরকার বলিয়৷ উল্লেখ করিয়া থাকেন । ক্রোমেলীন সাহেবও তাহাই লিখিয়াছেন। আমরা প্রথমটি উড়িষ্যার হিন্দু-রাজ-সরকার ও দ্বিতীয়টি মুসলমান রাজসরকার বলিয়। অনুমান করি । উড়িষ্যার শেষ হিন্দু রাজা হরিচন্দন মুকুন্দদেব ১৫৬০ হইতে ১৫৬৮ খৃষ্টাব্দ পর্য্যন্ত রাজত্ব করিয়াছিলেন। আফগানদিগের সহিত র্তাহার সম্ভাব ছিল না। তিনি পূৰ্ব্বোক্ত ১৫৬৪ পৃষ্ঠাদেই অর্থাৎ যে বৎসর বাহাদুর র্থ কারারুদ্ধ হন, সেই বৎসরেই ****:ন:িগর রাজ্য আক্রমণ করিয়া স্বীয় রাজ্য-সীমা ত্রিবেণী পর্য্যন্ত বিস্তুত করিয়াছিলেন। ঐ স্বত্ৰেই জইলু খার ষড়যন্ত্রে বাহাদুর খাও রাজ্যচ্যুত হইয়া থাকিবেন। অতঃপর ১৫৭৪ খৃষ্টাব্দে যখন তিনি পুনঃ প্রতিষ্ঠিত হন, তখন মুকুন্দদেব পরলোকে ; সে সময় হিন্দুরাজত্বের লোপ হইয়া গিয়াছে ; বাঙ্গালা ও উড়িষ্যায় মুসলমানদিগের অধিকার প্রতিষ্ঠিত হইয়াছে। সুতরাং বাহাদুর খাঁ যে মুসলমান-রাজসরকার কর্তৃক পুনঃ প্রতিষ্ঠিত হইয়াছিলেন, সে কথা নিঃসন্দেহে বল। যাইতে পারে ।