পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মেদিনীপুরের ইতিহাস।
ভৌমিক বিবরণ।
প্রথম অধ্যায়।
ভৌগোলিক অবস্থান।

 সুদূর অতীতকালে যখন সমগ্র বঙ্গদেশ সাগরগর্ভে নিহিত ছিল, তখন বঙ্গোপসাগরের উত্তর-সীমা ছিল রাজমহল-পর্ব্বতমালা। ক্রমশঃ সুদূর অতীতকাল।মহাসমুদ্রের লীলাভূমি দক্ষিণাভিমুখী হওয়ায় ইদানীন্তন বঙ্গদেশের ‘ব’দ্বীপ সহস্র সহস্র নদনদীসহ সাগরগর্ভ হইতে উত্থিত হইতে আরম্ভ করে। ক্রমে গঙ্গা ও ব্রহ্মপুত্রের পলিতে পুষ্ট হইয়া বর্ত্তমান বঙ্গদেশের সৃষ্টি হইয়াছে।[১]

 নবোত্থিতা বঙ্গভূমি প্রথমে ভিন্ন জাতির বাসভূমি থাকিলেও, আর্য্যগণ পরবর্ত্তিকালে এই সুজলা সুফলা শস্যশ্যামলা বঙ্গভূমিতে রাজত্বঅঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ রাজ্য। বিস্তার করিয়া আর্য্যসভ্যতা সংস্থাপিত করিয়াছিলেন। প্রাচ্য-ভারতে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ নামে তিনটি রাজ্য সংস্থাপিত হইয়াছিল। এই তিনটি প্রাচ্য-জনপদ প্রাচ্য-সভ্যতার কেন্দ্র ছিল। ভূতপূর্ব্ব ভারতের এই তিনটি প্রাচ্য জনপদের ন্যায়, ধর্ম্ম, শিক্ষা ও বাণিজ্যের গৌরব একদিন


  1. Lyall's Principles of Geology vol. I