পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3$8 মেদিনীপুরের ইতিহাস। সংবাদ’-শীর্ষক একটি প্রবন্ধ লিখিয়াছেন। ঐ প্রবন্ধে হিজলীর সলিম খী নামক জনৈক জমিদারের নাম পাওয়া যায়। ಶ್ಲೆ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বের প্রথমে ইসলাম খ৷ বাঙ্গালার সুবাদার নিযুক্ত হন। ১৬০৮ খৃষ্টাব্দে আবুল হসন (পরে আসাব খ উপাধিতে ভূষিত সাম্রাজ্যের উজীর ও সম্রাট সাজাহানের শ্বশুর ) বঙ্গের দেওয়ান নিযুক্ত হইয়। নূতন মুবা দারের সহিত আগ্রী হইতে বঙ্গে আসেন। আহাম্মদাবাদের অধিবাসী আবদুল আব্বাসের পুত্র আবদুল লতিফ তাহার অনুচর ও সঙ্গী ছিলেন। তিনি ফার্সীতে তাহার একটি ভ্রমণ-কাহিনী লিখিয়া রাখিয়া গিয়াছিলেন। ঐতিহাসিক মজুমদার মহাশয় তদীয় প্রবন্ধে সেই কাহিনীর উল্লেখ করিয়াছেন। উহাতে লিখিত আছে যে, ১৬৯০ খৃষ্টাব্দের ৩০ শে মার্চ তারিখে সপারিষদৃ নবাব ইস্লাম খ) ফতেপুর হইতে কুচ করিয়া তাণ্ডাপুর পৌছেন। সেখানে উড়িষ্কার অন্তর্গত হিজলীর জমিদার সলিম খ, পচেটের রাজা ইন্দ্রনারায়ণের ভ্রাতা, মান্দারণের রাজার পিতৃব্য-পুত্র ( একুনে) ১০১টি ছোট বড় হাতী লইয়া আসিয়া নবাবের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। নবাবের বিশ্বাসী প্রিয় কৰ্ম্মচারী সেখ কমাল তাহাদিগকে উপস্থিত করিয়াছিলেন। * হিজলীর জমিদার এই সলিম দ্বার আর অন্য কোন পরিচয় পাওয়া যায় নাই। স্থানীয় কৃষকগণ হিজলীর মসৃনদ-ই-আলীদের মসজিদের নিকটবর্তী জঙ্গলের মধ্যে এক স্থানে একটি ভগ্ন অট্টালিকার ইষ্টক-স্তুপ দেখাইয়া এক সময়ে আমাদিগকে বলিয়াছিল যে, ঐ স্থানে সিমূলী সাহ বা সলিম সাহ নামক জনৈক মুসলমানের নিৰ্ম্মিত একটি মসজিদৃ ছিল। উক্ত সিমুলী বা সলিম সাহ সম্বন্ধেও আর অধিক কিছু জানা

  • প্রবাসী, আশ্বিন, ১৩২৬, পৃষ্ঠা ৫৫২-৫৫৩।