পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^so মেদিনীপুরের ইতিহাস। সিংহাসনে উপবেশন করিবার পূৰ্ব্বে যখন পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়া বঙ্গদেশে কিছুদিনের জন্য স্বাধীনভাবে রাজত্ব করিতে" ছিলেন, সেই সময় তিনি পটুগিজদিগের ক্ষমতা ও প্রতিপত্তির কথা বিশেষরূপে অবগত হইয়া যান। পরে তিনি ভারত-সাম্রাজ্যে অভিষিক্ত হইয়া প্রথমেই পটুগিজদিগকে দমন করিবার বিশেষ ব্যবস্থা করেন। তাহারই ফলে দক্ষিণ-বঙ্গে নওয়ার মহালের স্বষ্টি হয়, বঙ্গোপসাগরের উপকূলে কয়েকটি ফৌজদারী প্রতিষ্ঠিত হয় এবং হিজলী ফৌজদারীকে উড়িষ্যা হইতে বিচ্ছিন্ন করিয়া বঙ্গদেশের সহিত সংযুক্ত করিয়া দেওয়া হয়। * সম্ভবতঃ ঐ সময়েই হিজলীর অধিপতিও কারারুদ্ধ হইয়াছিলেন। ভ্যালেন্টন র্যাহাকে প্রসিদ্ধ মোগল (Great Moghul") বলিয়া উল্লেখ করিয়াছেন, তিনিই সম্রাট সাজাহান। ইহার পরে সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে হিজলীর উক্ত অধিপতিটি কারাগার হইতে মুক্ত হইয়া পুনরায় যে হিজলী অধিকার করিতে সমর্থ হইয়াছিলেন, তাহাও ঐ পৰ্টুগিজ ও মগদিগের সহায়তায় করিয়াছিলেন বলিয়া আমাদের বিশ্বাস। মতুবা র্তাহার ন্যায় আবাল্য-কারারুদ্ধ হৃতসৰ্ব্বস্ব ব্যক্তির পক্ষে প্রবল-প্রতাপান্বিত মোগল-সম্রাটের বিরুদ্ধাচরণ করা সম্ভবপর ছিল না। ! হিজলীতে ব্যবসা-ক্ষেত্রে পটুগিজদিগের সহিত ওলন্দাজ বণিকদিগের বিশেষ প্রতিদ্বন্দ্বিতা ঘটে। ব্যবসা উপলক্ষে পটুগিজরাই প্রথমে হিজলীতে আসিয়া কুঠী নিৰ্ম্মাণ করে ; তৎপরে ওলন্দাজগণ আসে ; তাহাদেরও হিজলীতে প্রধান আডড ছিল । হিজলীর বিদ্রোহী অধিপতিকে ওলন্দাজ বণিকৃদিগের সাহায্যে ধৃত ও কারারুদ্ধ হইতে দেখিয়াও মনে হয় যে, ঐ বিদ্রোহের মূলে পটুগিজরাও

  • Hunter's Statistical Account of Bengal Vol. III. p. 199.