পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার-পাঠান-রাজত্ব। ➢ ፄ > হন । * ঐ ভীষণ যুদ্ধে বহুসংখ্যক মোগল হত হইয়াছিল। সেই কারণে ঐ স্থান মোগলমারী নামে প্রসিদ্ধ। মেদিনীপুরে অবস্থানকালে ১৫৭৪ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে কয়েক দিবসের জরে মহম্মদ কুলী খ ববৃলাস প্রাণত্যাগ করিয়াছিলেন। * অদ্যাপি তাহার সমাধি দৃষ্ট হয়। মোগলমারীর যুদ্ধে দাউদ শাহ পরাজিত হইয়। জঙ্গল মহালের পথে উড়িষ্যায় পলায়ন করেন। রাজা তোডরমল্ল তাহার অনুসরণ করিলে দাউদৃ উপায়ান্তর না দেখিয়া সন্ধিস্থাপন করিতে বাধ্য হন। ১৫৭৫ পুষ্টাব্দের ১২ই এপ্রিলের সেই সন্ধির সর্তাকুসারে সমগ্র বঙ্গ-বিহারে আকবরের অধিকার প্রতিষ্ঠিত হয় ; দাউদের হস্তে কেবল উড়িষ্যার অধিকার থাকে ঐ সময় উড়িষ্যার উত্তরাংশ অর্থাৎ বর্তমান বালেশ্বর ও মেদিনীপুর জেলার অধিকাংশই মোগল-সাম্রাজ্যভুক্ত হইয়াছিল। মুরাদ র্য। জলেশ্বরের শাসনকৰ্ত্ত নামে এই প্রদেশের প্রথম মোগল শাসনকৰ্ত্ত নিযুক্ত হইয়াছিলেন । ৭ গৌড়ের শাসনকৰ্ত্ত মুনিম খাঁর মৃত্যুর পর দাউদ শাহ পুনরায় গৌড়-ব্রাজ্য অধিকারের চেষ্টা করিয়াছিলেন । তিনি কটক হইতে অগ্রসর হইয়। ভদ্রকের মোগল শাসনকৰ্ত্তাকে হত্যা করিয়া জলেশ্বরের দিকে অগ্রসর হইলে, মুরাদ গী জলেশ্বর পরিত্যাগ করিয়া তাড়ায় পলায়ন করেন। আবার মেদিনীপুর জেলা পাঠানদিগের অধিকৃত হর। ১৫৭৬ খৃষ্টাব্দের ১২ই জুলাই রাজমহলের নিকট হোসেন কুলী খাঁ তুর্কমান ও রাজা তোডরমল্ল দাউদৃকে পরাজিত ও বন্দী করেন। দাউদের ছিন্ন মস্তক আফগান-বিদ্রোহ ।

  • चाश्न-३ श्राकृदन्त्री (३२ब्राधी-अश्वान) छूठौग्न छ१-१:०१भ f District Gazetteer—Midnapore p. 23.

আকৃবর নামা (ইংরাজী অনুবাদ ) তৃতীয় ভাগ ১৮৪—১৮৫। * J. A. S. B., New Series-Vol. XII. 1916. No 1. p. 46.