পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> १२ মেদিনীপুরের ইতিহাস। দিল্লীতে আকৃবর শাহের নিকট প্রেরিত হয়। • দাউদের পতনের পরও পাঠানগণ কয়েকবার বিদ্রোহী হইয়া জলেশ্বর অধিকার করিয়া লইয়াছিল। তাহার সহজে মোগলের বণ্ঠত স্বীকার করে নাই । ১৫৯৩ খৃষ্টাব্দে স্বনামখ্যাত বীর রাজা মানসিংহ জলেশ্বরের যুদ্ধে আফগানদিগকে পরাজিত করিয়া তাহাদিগের অধিকৃত উড়িষ্য-রাজ্য মোগল-সাম্রাজ্যভুক্ত করিয়া লইয়াছিলেন। ঐ সময় হইতে বাঙ্গালার স্ববাদার প্রকৃত প্রস্তাবে বাঙ্গালা, বিহার ও উড়িষ্যার স্ববাদার আখ্যা প্রাপ্ত হন। কিন্তু ১৪৯৯-১৬০০ খৃষ্টাব্দে ওস্মান ধার নেতৃত্বে আফগানগণ বিদ্রোহী হইয়। জলেশ্বর-সমেত একপ্রকার সমস্ত উড়িষ্যা অধিকার করিয়া লইয়াছিল। রাজা মানসিংহ এই বিদ্রোহ দমন করিয়া শাস্তিস্থাপন করেন । ইহার দশ বৎসর পরে আফগানগণ ওসমান খাঁর নেতৃত্বে পুনরায় বিদ্রোহী হয়। এই সময় ( ১৬১১ খৃষ্টাব্দ ) সুবর্ণরেখার যুদ্ধে তাহার মোগল-বাহিনী কর্তৃক সাংঘাতিকরূপে পরাজিত হইয়া ভবিষ্যতে আর বিশেষ কোন গোলযোগ করিতে পারে নাই । ৭ পাঠান-রাজত্বে মেদিনীপুরের দুঃখের অন্ত ছিল না। পাঠান-মোগলের নিয়ত বিবাদে, জমিদারদের অত্যাচারে মেদিনীপুরের প্রজাসাধারণ নিতান্ত অশাস্তিতে দিন কাটাইত। পূৰ্ব্বে ੰ উল্লিখিত হইয়াছে, হিন্দু-রাজত্বের শেষ অবস্থায় পুর জেলা। y তাঁহাদের দুৰ্ব্বলতার সুযোগ পাইয়া ক্ষমতাশালী দেশাধিপতিগণ একপ্রকার অৰ্দ্ধ-স্বাধীন হইয়া পড়িয়াছিলেন। পাঠানরাজত্বেও তাহারা কতকটা করদ-মিত্র রাজার স্তায় ছিলেন। সাধারণ

  • বাঙ্গালার ইতিহাস-রাখালদাস বন্দ্যোপাধ্যায়—দ্বিতীয় ভাগ পৃঃ ৩৮১ । # District Gazetteer—Midnapore—p. 24-25.