পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮৪ মেদিনীপুরের ইতিহাস । বৃত্তি অবলম্বন করিতে বাধ্য হয়। সে সময় তাহার এ দেশে সাধারণতঃ ফিরিঙ্গী নামেই পরিচিত ছিল। আরাকানরাজ মোগলদিগের আক্রমণ হইতে সীমান্তপ্রদেশ রক্ষার নিমিত্ত পৰ্টুগিজদিগকে চাটগা বন্দরে স্থাপন করেন এবং সেখানে তাহাদিগকে সম্পূর্ণ অধিকার প্রদান করিয়াছিলেন। তৎকালে চাটগ ‘পোর্ট গ্র্যাণ্ডো’ নামে অভিহিত হইত এবং উহা আরাকানরাজের অধিকারভুক্ত ছিল। পৰ্টুগিজরা আরাকান দেশের মগদিগের সহিত মিলিত হইয়া মেঘনার মোহানার সন্নিহিত সন্দ্বীপ ও দক্ষিণ-সাহাবাজপুর অধিকার করিয়া তথায় একটি স্বর্গ নিৰ্ম্মাণ পূর্বক আপনাদিগের মধ্য হইতে গঞ্জেলো নামক এক ব্যক্তিকে রাজপদে অভিষিক্ত করে । তাহারা প্রথম প্রথম অসাধারণ বিনয়, বুদ্ধিমত্তা ও নৈতিক বলে ভারতবর্ষে যথেষ্ট সন্মান ও প্রভুত্ব লাভ করিতে সমর্থ হইয়াছিল। কিন্তু যে দিন হইতে তাহাদের মধ্যে বিলাসিত ও নানাপ্রকার পাপস্রোত প্রবাহিত হইতে আরম্ভ করে, সেই দিন হইতে তাহাদের পতনও আরম্ভ হয়। * ইহার পর হইতে তাহারা কখনও বণিকৃত্তি, কখনও বা দস্থ্যবৃত্তি করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করিতে থাকে । othere prevailed every where in their manners a mixture of avarice, debauchery, cruelty and devotion. They had most of them 7 or 8 concubines whom they kept to work with utiliost rigour and forced from them the money they gained by their labour. Such treatment of woman was very repugnant to the spirit of chivalry • * * Effiminacy introduced itself into their houses and arinies, The officers marched to mect their enemies in palamquins. That brilliant courage. which had snbdued so many nations, existed no longer in them.” - :- - Abbe Raynels' History of Settlement and Trade in the East and West Indies, vol. 1. Book I. p. 141. -