পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার-মোগল-রাজত্ব । 2 σ (ι হুগলী নগরীতে পটুগিজদিগের একটি মুরক্ষিত কুঠছিল। তাহারা বঙ্গোপসাগর দিয়া গঙ্গার মোহানায় প্রবেশ করত হুগলী যাতায়াত করিত। ঐ গঙ্গার মোহানাতেই হিজলী প্রদেশ অবস্থিত থাকায় তাহারা প্রায়ই এই প্রদেশকে আক্রমণ করিত এবং প্রজাৰ্বন্ধের উপর নানা প্রকার অত্যাচার করিয়া, তাহাদের বথাসৰ্বম্ব লুণ্ঠন করিয়া লইয়াম্বাইত। তাহার জোর করিয়া লোককে খৃষ্টান করিত ; একদেশের লোককে অদ্যদেশে লইয়া গিয়া দাসরূপে লিস্ক্রয় করিত । ঘর জ্বালানো, নরহত্য, সতীত্বনাশ প্রভৃতি মহাপাপে কি ফিরিঙ্গী, কি মগ বিন্দুমাত্র ইতস্তত: করিত না। তাহাদের অত্যাচারে, নিম্নবঙ্গের ব্যবসা-বাণিজ্য যেমন একদিকে একেবারে লোপ পাইতে বসিয়াছিল, তেমনই অন্যদিকে অনেক সমৃদ্ধিশালী জনপদও জনশূন্ত হইয়া গিয়াছিল । মেজর রেনেলের ক্ষপ্তদশ শতাব্দীর মানচিত্রে অনেক স্থান মগদিগের অত্যাচারে জনশূন্য বলিয়া চিহ্নিত করা হইয়াছে। সিহাব উদ্দীন অলিশের ফাসাঁতে লিখিত বিবরণে দেখা যায়, সম্রাট আকৃবরের রাজত্বকালে বঙ্গদেশ মোগল-সাম্রাজ্যভুক্ত হইবার পর হইতে এবং সায়েস্তা ধার নবাবী আমলে চট্টগ্রাম-বিজয় পৰ্য্যন্তু এই সুদীর্ঘ কাল মগ ও কিরিঙ্গ দসু্যরা বাঙ্গালার নানা স্থানে দুস্থ্যবৃত্তি করিত। তাহার হিন্দু, মুসলমান, স্ত্রী, পুরুষ, বালক, বালিক যাহাকে পাইত, তাহাকে ধরিয়াই নৌকায় তুলিত ; তাছাদের কর ছিদ্র করির দিত ছিদ্রমধ্যে পিষ্ট বেত্ৰ দিয়া ভূ পাকারে নৌকার পাটাতনের নিম্নে রাখিয় দিত। প্রভাতে ও সন্ধ্যায় মুর্গাঁকে ধান দিবষ্ণু মত কিছু ভাত ছড়াইয় দিত। অধিক মূল্যে বিক্রর করিবার জন্ত সময় সময় তাহার ঐ সকল হতভাগ্যকে তমলুক ও বালেশ্বর বন্দরে জানিত। তাহাদের আগমনের সংবাদ পাইলেই, পাছে তাহারা কূলে নামিয়া উপদ্রব করে,