পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»s মেদিনীপুরের ইতিহাস। হইল এবং গ্রামের অবস্থা সঙ্কটাপন্ন হইয়া উঠিল। হিজলী অধিকার যৌগল সেনাপতির পক্ষে সহজ-সাধ্য বোধ হইতে লাগিল। কিন্তু ইংরাজের উদীয়মান সুখ-সুৰ্য্য অস্তমিত মোগল-চন্দ্রিমার নিকটজ্যোতিহীন হইবার জন্য প্রস্তুত ছিলেন না। চার্ণকও দুর্গ ও ঘাটের মধ্যবর্তী এক জটালিকায় কণমান সজ্জিত করিয়া রাখিয়াছিলেন। ২৮ শে মে শক্রপক্ষীয় বহুসংখ্যক সৈন্ত রগুলপুর নদী উত্তীর্ণ হইয়। হিজলীর দক্ষিণ পার্থে এক অরণ্য মধ্যে শিবির-সন্নিবেশ করিয়া উপযুক্ত সুযোগের অপেক্ষা করিতে লাগিল। নবাব-সৈন্তের ঈদৃশ উদ্যোগ দেখিয়া ইংরাজদিগের মনে সাতিশয় আতঙ্কের উদ্রেক হইয়াছিল । কিন্তু এই যুদ্ধের জয় পরাজয়ের উপরেই তাহদের ভবিষ্যৎ নির্ভর করিতেছে বুঝিতে পারিয়া চার্থক কিছুতেই হতাশ হইলেন না। তিনি দৃঢ়তার সহিত দুর্গ অধিকার করিয়া রাখিয়াছেন দেখিয়া মুসলমান । সেনাপতি আবদুস সামদ সৈন্ত হটাইয়া লইয়া গেলেন । এইরূপে মুসলমানদিগের প্রথম স্বাক্রমণ বিফল হইলেও চারিদিবস ধরিয়া ছোটখাট যুদ্ধ চলিতে লাগিল এবং প্রতিদিবসই ইংরাজদিগের সেই অল্পসংখ্যক সৈন্তের কিছু কিছু ক্ষয় হইতে লাগিল। কিন্তু ভগবানের অনুকম্পায়, ঠিক ঐ সময়ে ১লা জুন তারিখে, ইংলণ্ড হইতে কয়েকজন গোরা সৈন্য লই৷ ডেনহাম সাহেব উপস্থিত হইলেন। মুসলমান । সেনাপতি নুতন সৈন্তের আগমন সংবাদ পাইয়া চিন্তিত হইলেন। চার্ণকও মুসলমান সেনাপতির মনে র্তাহাদের সৈন্যবল সম্বন্ধে ভুল ধারণ জন্মাইয়া দিবার জন্য এক কৌশল অবলম্বন করিলেন ; ৪-৫ জন সৈন্ত জাহাজ ঘাটে একত্রিত হইয়া সাজসজ্জাসহ কুচকাওয়াজ করিয়া এক একবার ಇಶ್ಟ. প্রবেশ করে, আবার তাহারাই সামান্তভাবে দুর্গ হইতে । বাহির হইয়াতির পথ দিয়া জাহাজঘাটে মিলিত হয় এবং পুনরায়