পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y মুসলমান-অধিকার-মোগল-রাজত্ব । >>g iাঙ্কজ্জাসহ দুর্গে প্রবেশ করিতে থাকে। এইপ্রকারে কয়েকবার ধুমধামের সহিত সৈন্তগণকে দুর্গে প্রবেশ করিতে দেখিয়া, বিপক্ষপন্ধের ধারণা হইয়া যায় যে, বহুসংখ্যক স্বৈল্প জাহাজে আসিয়াছে, এমতাবস্থায় তাহাদের হিজলী অধিকার স্বদুরপরাহত। মোগল সেনাপতি এরূপ অবস্থায় যুদ্ধ করা সমিচীন হইবে না মনে করিয়া, ৪ঠা জুন তারিখে চার্ণকের নিকট এক সন্ধির প্রস্তাব করিয়া পাঠাইলেন। এ দিকে তখন ইংরাজদিগের দুর্দশারও একশেষ হইয়া আসিয়াছিল। তিন মাসে দুই শত সৈনিক প্রাণত্যাগ করিয়াছে, আর একশত পীড়িত ; অবশিষ্ট এক শতের মধ্যেও অনেকেই জরাজীর্ণ, খাদ্যাভাবে দুৰ্ব্বল ; চল্লিশজন কৰ্ম্মচারীর মধ্যে চার্ণক ব্যতীত আর পাঁচজন মাত্ৰ কাৰ্য্যক্ষম ছিলেন। প্রধান জাহাজেও ছিদ্র হইয়াছিল। সৰ্ব্বনাশের সময় সমাগত, এমন সময়েই মোগল সেনাপতির পক্ষ হইতে সন্ধির প্রস্তাব পাওয়াতে চার্ণক উৎফুল্ল হইয়া উঠিলেন। ১০ই জুন সন্ধির সর্ব নিৰ্দ্ধারিত হইলে চার্ণক বিজয়পতাকা উডডীন করিয়া ডস্কাবাস্ত সহকারে স্বীয় রোগজীর্ণ মুষ্টিৰে সৈনিক লইয়া সেই মৃত্যুগম্বর হইতে বাহির লইলেন। ইংরাজবাহিনী অতঃপর ধূমধামের সহিত হিজলী পরিত্যাগ করিয়া উলুবেড়িয়ায় চলিয়া আসিলেন। পরিশেষে ১৬৯০ খৃষ্টাব্দে মুরাটবাসী ইংরাজদল ভারত সম্রাট ঔরঙ্গজেবের শরণাপন্ন হইলে, প্রবীণ বাদসহ ইউরোপীয়-বাণিজ্যে দেশের প্রভূত উপকার স্বরণ করিয়া দেড়লক্ষ টাকার পূজোপকরণে বশীভূত হইয়া এবং সম্ভবতঃ মক্কাযাত্রী মুসলমানগণের প্রতি ইংরাজের উপদ্রবের আশঙ্কা করিয়াও, তিনি আবার তাহাদিগকে • C. R. Wilson, Early Annals of the English in Bengal, Volume II. -