পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুসলমান-অধিকার—মোগল-রাজত্ব | 令德敬 জারদ্ধ হইল। পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগ হইতেই ইংরাজগণ এদেশে আসিয়া বাণিজ্য বিস্তার করিতেছিলেন। আলীবর্দী ইংরাজদিগের ক্ষমতা বুঝিয় ছিলেন, সেই দিnদশো ও জন্ত বাণিজ্য লইয়া তিনি তাহাদিগের সহিত কোনপলাশীর যুদ্ধ। প্রকার বিবাদ বিশদ্বাদ করেন নাই। কিন্তু সিরাজ সিংহাসনারোহণ করিবার পর হইতেই ইংরাজদিগের সহিত বিবাদ আরম্ভ করিয়া দিলেন । ইহার ফলেই মোগলের সহিত ইংরাজের যুদ্ধের স্বত্রপাত, পরিণামে ১৭৫৭ খৃষ্টাব্দের সেই স্মরণীয় ঘটনা পলাশীর যুদ্ধের পর সিরাজ রাজ্যচু্যত ও নিহত হইলে ইংরাজ সেনাপতি ক্লাইব ভারতে ব্রিটীশ রাজশক্তি প্রতিষ্ঠা করিলেন । অতঃপর মীরজাফর, মীরকাশেম বা নজমৃউদৌল প্রভৃতি যে কয়জন বাঙ্গালার মসনদে বসিয়াছিলেন তাহা ইংরাজদিগেরই অনুগ্রহের ফলে বলিতে হইবে। পলাশীর যুদ্ধের পরে কার্য্যতঃ ইংরাজরাই একপ্রকার বাঙ্গালার হর্তা-কৰ্ত্ত হইয়াছিলেন। " "বিজয়ী ক্লাইব মুর্শিদাবাদে আসিয়া সিরাজের বিশ্বাসঘাতক সেনাপতি মীরজাফরকে বাঙ্গালার গদিতে বসাইলেন। মীরজাফরের মেদিনীপুরের ফেী শাসনকালে ১৭৫৭ খৃষ্টাব্দে রাজারাম সিংহ মেদিনীরেখে পুরের ফৌজদার ছিলেন। তিনি ভূতপূৰ্ব্ব নবাব क्षीव बषिiब्राब् लिङ् ि। সিরাজদ্দৌলার সংবাদ বিভাগের সর্বপ্রধান কৰ্ম্মচারী ছিলেন ; সেকালের কাগজপত্রে তিনি সিরাজের গুপ্তচর বলিয়া অভিহিত হইয়াকুন। রাজারাম সিরাজের वॆिक्छ ७ अश्नउ কৰ্ম্মচারী ছিলেন, এইজন্য তাহার উপর সন্দেহ করিয়া মৰাৰ মীরজাফর ধ। উহাকে মুর্শিদাবাদে জালিরা হিসাব নিকাশ দিবার আদেশ করেন। রাজারাম বুৰিয়াছিলেন যে, মুর্শিদাবাদে গেলে তিনি