পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

æo tr মেদিনীপুরের ইতিহাস । ইংরাজকে বঙ্গরাজ্য রক্ষার ভার সম্পূর্ণরূপে সমৰ্পণ করিলেন। নজমউদ্দৌলা ইংরাজ কোম্পানীর বৃত্তিভোগী হইলেন। এদিকে ঐ সালের ১২ই আগষ্ট তারিখে দিল্লীর বাদসাহও ক্লাইবকে জায়গীর স্বরূপ বঙ্গ, বিহার ও উড়িষ্যার দেওয়ানী অৰ্পণ করিলেন । * ঐ দেওয়ানী সনন্দই বাঙ্গালার ইংরাজ রাজত্বের প্রধান দলীল। তদবধি ইংরাজগণই বাঙ্গালার প্রকৃত শাসনকৰ্ত্ত হইয় পড়েন এবং মুর্শিদাবাদের নবাব-বংশ ইংরাজের বৃত্তিভোগ করিতে থাকেন । পুরাতন মুসলমানা ইমারত খসিতে ভাঙ্গিতে লাগিল, ইংরাজের অভু্যদয়ের সূঙ্গে বাঙ্গালার নুতন যুগ দেখা দিল। যে বিপ্লবাগ্নি দুই শত বৎসর ধরিয়া সমগ্র ভারতে প্রধূণিত হইতে ছিল, সেই বিপ্লবাগ্নি এতদিনে নিৰ্ব্বাপিত হইল । কিছুকালের জন্য দেশে শান্তি সংস্থাপিত হইল। বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা স্থাপন করিয়া বণিক ইংরাজ ক্রমে শাসক ইংরাজে পরিণত হইলেন। মুসলমান শাসনের শেষ সময়ে বাঙ্গালার দুর্দশার কথা সকলেই জানেন, আলীবর্দীর শাসনসময়ে সেই দুর্দশার চরমাবস্থা ; তাহার পরে এ দেশে ইংরাজের শৃঙ্খলাস্থাপন প্রয়াস। সে প্রয়াস যে সাফল্যে পরিণতি লাভ করিয়াছে সে জন্য বাঙ্গালী ইংরাজের নিকট কৃতজ্ঞ । • H. Verelst's A View of the English Government in Bengal ( 1772 ) Vol. I., pp. 225-226.