পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায়। মহারাষ্ট্রীয় উপদ্রব বা বগীর হাঙ্গামা। ইতিহাসে বর্গীরাই মহারাষ্ট্ৰীয় বা মারহাট্ট নামে পরিচিত। ১৭২• খৃষ্টাব্দে মোগল বাদশাহ মহম্মদ সাহ মারহাট্টাদিগের প্রথম পেশওয়া বালাজী বিশ্বনাথকে সারদশমুৰী’ ও ‘শওরাজী’"দশিয়" সহ দক্ষিণাত্যের চোখের (রাজস্বের চতুর্থাংশ) স্বত্ব প্রদান করেন। তদনুসারে তাহারা মোগল সাম্রাজ্যের সূৰ্ব্বত্রই চৌথ দাবী করে। এক সময়ে তাহাদের এরূপ দেীর্দণ্ড প্রতাপ হইয়াছিল যে, লোকে ভাবিয়াছিল, তাহারাই একদিন ভারতের অধীশ্বর হইবে। কিন্তু পরিবর্তনশীল স্রোতস্বিনীর ন্যায় ভাগ্যলক্ষ্মীও বৈচিত্রময়ী। অষ্টাদশ শতাব্দীতে ঐ উন্নতিশীল জাতির পতন আরম্ভ হয়। মহারাষ্ট্রীয়গণ তখন দমু্যবৃত্তিতে উন্মত্ত হইয়া চৌধু আদায়ের জন্য দেশের চারি, দিকে দুর্দান্ত অশ্বারোহী সৈন্ত লইয়া মাকুমার, কাট-কাট শৰে চুটা-চুটি আরম্ভ করে । পঙ্গপালের ন্যায় বাকে কঁাকে জাসিয়া গ্রাম ও নগরের উপর পতিত হয় এবং যাহা কিছু পায় তাহাই লইয়া প্রস্থান করে। তাহাঁদের করাল গ্রাস হইতে ধন-সম্পত্তি রক্ষা করা তখন লোকের দায় হইয়াছিল। কত বিগ্রহ, কত ধন-রত্নাদি যে তাহদের উপদ্রবে মৃত্তিকা মধ্যে প্রোথিত হইয়াছিল তাহার সংখ্যা নাই। এক্ষণে বাপীকৃপ-তড়াগাদি খনন কালে যে সকল ধন-রাদি আবিষ্কৃত হইয়া লোকলোচনের বিস্মর বিস্ফারিত করিয়া থাকে, তাহাদের অধিকাংশই ষে ঐ 38