পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মেদিনীপুরের ইতিহাস।



হইলে, তিনি তথা হইতে কলিঙ্গদেশাভিমুখে যাত্রা করেন।[১] মার্কণ্ডেয়পুরাণেও দেখা যায়, উৎকলবাসীরা একদিকে কলিঙ্গের, অপরদিকে মেকলের (বর্তমান রায়পুর জেলার আদিম অধিবাসী) সহিত সংসৃষ্ট। সুপণ্ডিত পার্জ্জিটার সাহেব (F. G. Pargiter Esq. I. C. S.) এই উক্তি হইতে প্রমাণ করিয়াছেন যে, প্রাচীনকালে উৎকলদেশ মেদিনীপুর জেলার দক্ষিণাংশ ও বালেশ্বর জেলা লইয়া গঠিত হইয়াছিল।[২] সুতরাং দেখা যাইতেছে যে, উৎকল-রাজ্য প্রাচীন কলিঙ্গ-রাজ্যের উত্তরাংশ লইয়াই গঠিত হইয়াছিল। শ্রীযুক্ত সারদাচরণ মিত্র মহাশয় এই কারণে ‘উৎকল’ শব্দ ‘উত্তর-কলিঙ্গ’ শব্দের অপভ্রংশ বলিয়া মনে করেন।[৩]

 কলিঙ্গদেশের অংশবিশেষ লইয়া যেরূপে উৎকলদেশ গঠিত হইয়াছিল, আমাদের মনে হয়, পুণ্ড্র-রাজ্যের অংশবিশেষ লইয়াই সেইরূপ উড্রদেশের উৎপত্তি হয়। উড্রদেশ।সম্ভবতঃ আধুনিক ছোটনাগপুর প্রদেশ, ময়ুরভঞ্জ, কেঁউঝর প্রভৃতি গড়জাত মহাল, মেদিনীপুর জেলার পশ্চিমাংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণাংশ লইয়া উড্রদেশ গঠিত ছিল। শ্রীযুক্ত পার্জ্জিটার সাহেবও এই মতাবলম্বী।[৪] পরবর্ত্তিকালে উৎকল ও উড্র একই রাজ্য বলিয়া


  1. রঘুবংশ ৪র্থ সর্গ ৩৫ শ্লোক।
  2. Journal of the Asiatic Society vol. LXVI. Part I. No 2.
  3. উৎকলে শ্রীকৃষ্ণচৈতন্য-সারদাচরণ মিত্র পৃঃ ৯।
  4. “The eastern part of Midnapore belonged to Tamralipta and Sumbha, hence there remains only the western part of the district which no other nation appears to have occupied; and if to this be added the modern district of Manbhoom, the eastern part of Singhbhoom and perhaps the southern portion of Bankura a well defined tract is obtained which no other tribe appears