পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা বর্গীর হাঙ্গামা । 는 《: দুর্গটি তৎকালে মহারাষ্ট্রীয়দিগের ঐ প্রদেশের একটি প্রধান সেননিবাস ছিল । মেদিনীপুর জেলার অন্তর্গত দাতনের "দি" ধ" নিকটবর্তী সুবর্ণরেখা নদী পার হইয় প্রায় চার ক্রোশ পথ অতিক্রম করিলেই রায়বনিয়া দুর্গটি দৃষ্টিগোচর হয়। ঐ . দুর্গের পূর্বতন পরিখার চিহ্ন বর্তমান গড়ের এক ক্রোশ অন্তর হইতে চতুর্দিকে বৃত্তাকারে বর্তমান আছে। কিন্তু সকল গড়খাই প্রায় পরিপূর্ণ হইয়া উঠিয়াছে, উহাদের অত্যন্তরে এক্ষণে ধান্তাদির চাষ হইতেছে। গড়ের ঐ সকল চিহ্ন অতিক্রম করিলে প্রথম দ্বারে উপনীত হওয়া যায়। এই দ্বারের নিকটবৰ্ত্তী পরিখা ভয়ানক গভীর ও প্রশস্ত। ঐ দ্বিতীয় পরিখাটির উপরিভাগে প্রস্তর নিৰ্ম্মিত বৃহৎ সিংহদ্বার। দ্বারের উভয় দিকে পাচ ছয় হস্ত প্রশস্ত প্রস্তর নিৰ্ম্মিত প্রাচীর । ঐ দ্বার অতিক্রম করিলে বহু সংখ্যক শালবৃক্ষ সমাচ্ছন্ন এক ভূখণ্ড দৃষ্টিগোচর হয়। ঐ ভূখণ্ডটির দৈর্ঘ্য প্রায় দুই মাইল এবং প্রস্থ প্রায় অৰ্দ্ধ মাইল। গড়ের চারিপাশ্বেই প্রস্তর নিৰ্ম্মিত চারিটি সিংহদ্বার আছে। এই বিভাগের পরে আর একটি পরিখা দৃষ্ট হয়। পরিখার পার্থে অত্যুচ্চ মৃত্তিক ভূপ। ঐ স্থান এত উচ্চ যে, উহার উপরে অধিরোহণ করিলে দাতনের গৃহাদি দেখা যায়। এক্ষণে সে স্থানে উঠিবার ভাল পথ নাই, বৃক্ষ লতাদি আশ্রয় করিয়া উঠিতে হয়। স্থানটি জঙ্গলাকীর্ণ ; নানাপ্রকার হিংস্র জন্তুতে পূর্ণ। ঐ স্থানটি অতিক্রম করিয়া অগ্রসর হইলে আর একটি পরিখা ও এক বৃহৎ ভূখণ্ডে উপনীত হওয়া যায়। ঐ স্থানে রূপাদিঘী নামে একটী দীর্ঘিকা আছে। উহার দৈর্ঘ্য প্রায় অৰ্দ্ধ মাইল এবং বিস্তারও তদনুরূপ। দীর্ঘিকার পাহাড়ের উপর একটি সুবৃহৎ অট্টালিকার ভগ্নাবশেষ দৃষ্ট হয়। তন্মধ্যে একটি জীর্ণ গৃহে পাষাণময়ী ५क कांगैौ मूर्षि जाएइन । cशबौद्र राख थजब cषारिउ इर६ वृक्ष,