পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা বর্গীর হাঙ্গামা । ২১৭ দেশ বা কোটটবী দেশের রাজা ছিলেন । উড়িষ্যার গড়জাত অঞ্চল এক সময় কোটটবী বা কোটদেশ নামে পরিচিত ছিল। আইন-ইজাকবরীর সময় কোটদেশ কটক সরকারের অন্তর্গত ছিল দেখা যায় । রামচরিতের টীকায় কোটটবী দেশের অধিপতি বিরাটের নাম আছে । নগেন্দ্র বাবু অকুমান করেন, পূৰ্ব্বোক্ত রায়বনিয়া গড়েই এই বিরাট রাজার রাজধানী ছিল । আমারাও তাহাই অনুমান করি। পরবত্তিকালে গঙ্গবংশীয়গণ উৎকলের সিংহাসনে প্রতিষ্ঠিত হইলে উহ। তাহদের হস্তগত হয়। উৎকলাধিপতি নরসিংহ দেব উহার পুনঃ সংস্কার করিয়া উহাকে মুদৃঢ়রপে প্রতিষ্ঠিত করেন। গঙ্গবংশীয়দিগের সময় উহা উড়িষ্যার সীমান্ত প্রদেশের একটি প্রধান দুর্গ ছিল । মুসলমান ঐতিহাসিক মিনাহাজ উদ্দীনের গ্রন্থে কটাসিন নামক একটি দুর্গের নাম পাওয়া যায়। ৪ বাঙ্গালীর সুলতান ইজুদ্দীন তোগ্রল তোগান খা ৬৪১ হিজিরায় ( ১২৪৩ খৃষ্টাব্দ ) একবার উড়িষ্য আক্রমণ করিতে আসিয়া উৎকলাধিপতি প্রথম নরসিংহ দেবের হিন্দু সৈন্তের হস্তে ঐ স্থানে বিশেষ লাঞ্ছিত হইয়াছিলেন । সে * " সম্বন্ধে ঐতিহাসিক রজনীকান্ত চক্রবর্তী মহাশয় লিখিয়াছেন, “বখতিয়ারের সপ্তদশ অশ্বারোহীর নবদ্বীপ অধিকারকে যদি সত্য বলিয়া স্বীকার করা যায়, তাহা হইলে সে লজ্জার হাত হইতে উদ্ধার পাইতে হইলে কটাসিনের যুদ্ধের উল্লেখ করা যাইতে পারে। এই যুদ্ধে আড়াই শত হিন্দু সেনার দ্বার। পঞ্চাশ হাজার পাঠান সেনার পরাভব হইল। ইহা অসতর্ক রাজপুরী আক্রমণ নহে।” । কেহ কেহ বলেন, মুসলমান ঐতিহাসিকগণ কটাসিন নামক যে দুর্গের নাম করিয়া

  • ठदरू९-३-नानिबौद्र श्ब्रांबी अश्वान-भू: ४४१ ।। + cऔरफ़्ब्र हेडिशन-विठौग्न उtत्र-भूः २०।