পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা বঙ্গীর হাঙ্গামা । శి)సి মাতামহের চরণ বন্দনা করিলেন । বিজয়ী দৌহিত্রকে পাইয়া নবাবের হৃদয় আনন্দে পূর্ণ হইল। সম্মিলিত সেনাদল কিছুদিন মেদিনীপুরেই শিবির সন্নিবেশ করিয়া রহিল । * এদিকে মারহাট্টাগণ ভিন্ন পথে রাজধানী মুর্শিদাবাদাভিমুখে অগ্রসর হইতেছে অবগত হইয়া নবাবও মেদিনীপুর ত্যাগ করিয়া অগ্রসর হইলেন। কিন্তু কিছুদূর অগ্রসর হইয়া মারহাট্টাদিগের আর কোন সংবাদ মা পাইয়া ফিরিয়া আসিলেন ; সিরাজ মুর্শিদাবাদে প্রেরিত হইলেন। নবাব মেদিনীপুর দুর্গেই বর্ষ যাপনের সংস্কল্প করিয়া দুর্গের সংস্কারে ও পরিবদ্ধনে উদ্যোগী হইলেন এবং পুরস্ত্রীবর্গকে মুর্শিদাবাদ হইতে আনিতে পাঠাইলেন। এদিকে বর্ষাকালের জন্য আবখ্যক উপাদান সংগ্ৰহ করিতে সেনাদলও আদিষ্ট হইল। সৈনিকগণ ও কৰ্ম্মচারীরা ভাবিয়াছিল যে, অভিযানের শেষে তাহার স্বদেশে ফিরিয়া আবার পারিবারিক সুখসম্ভোগ করিতে পরিবে, কিন্তু এক্ষণে সে আশার অবসান হইল দেখিয়া তাহারা মনে মনে অসন্তুষ্ট হইলেও অগত্য অনষ্ঠোপায় হইরা সকলেই বাসস্থান নিৰ্ম্মাণে ব্যাপৃত হইল । তবে সকলেই মনে করিয়াছিল যে, বর্ষাকালের মধ্যে আর যুদ্ধ করিতে হইবে না। কিন্তু ভিন্ন দিক হইতে বিপদের সংবাদ আসিল—সিরাজউদৌলা স্বাধীনতা ঘোষণা করিয়া পাটনা অভিমুখে অগ্রসর হইয়াছেন। এই সংবাদ পাইয়া আলীবর্দী খ ব্যস্ত হইয়া মুর্শিদাবাদে গমন করিলেন এবং তথা হইতে পাটনায় রওনা হইলেন। মীরজাফর র্থ ও রাজা দুর্লভরাম সেনা পরিচালন ভার লইয়৷ রহিলেন । এই সুযোগে মারহাট্টাগণ পুনরায় অত্যাচার আরম্ভ করিয়া দিল । ক্রমাগত গুরুতর পরিশ্রমে বন্ধ নবাব আলীবর্দীর স্বাস্থ্যভঙ্গ হুইয়া

  • District Gazetteer—Midnapore—p. 31.