পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रेदे ● মেদিনীপুরের ইতিহাগ। পিয়াছিল; তিনি জগত্য যুদ্ধে শ্রাপ্ত হইয়া, পর বৎসর ১৭৫১ খৃষ্টাজে, মারহাট্টাদিগের সহিত সদ্ধি করিতে বাধ্য *******' इहेरनन। इित्र रहेग, नराव রঘুজী ভেঁাশলার সেনাদলের বকয়া পাওনা বাবদে সুবর্ণরেখা নদীর অপরপার পর্য্যস্ত সমগ্র উড়িয়া প্রদেশ মারহাট্টাদিগকে ছাড়িয়া দিবেন এবং বাৎসরিক বার লক্ষ করিয়া টাকা তাহাদিগকে দিতে থাকিবেন। তাহা হইলে মারহাট্টারা আর বাঙ্গালায় পদার্পণ করিবেন । * এই বন্দোবস্তে কয়েক বৎসর কাজও চলিল । ইহার পর ১৭৬০ খৃষ্টাব্দে নবাব মীরজাফরের শাসনকালে যখন বঙ্গে আবার নিরবচ্ছিন্ন অরাজকতা বিরাজ করিতে ছিল, একদিকে বঙ্গের সিংহাসন লইয়া মীরকাশেমের ষড়যন্ত্র ও অন্য দিকে বঙ্গের পুনরুদ্ধারের জন্য দিল্লীর বাদসাহ সাহ আলমের যারহাটার সন্ধি- বঙ্গ আগমনে যখন সকলে ব্যতিব্যস্ত ছিল, ཝ་ཧུ་ཝཱ་ག་ཏཱ་ সেই সময় দুর্দান্ত মহারাষ্ট্রীয়গণ শ্ৰীভট্ট নামক নায়কের অধীনে মেদিনীপুরে প্রবেশ করির দেশবাসীকে পুনরায় সম্ভস্থ করিয়া তুলে। তাহারা বাঙ্গালার ন্যায়সঙ্গত অধিপতি বাদলাহ সাহ আলমের পক্ষে যুদ্ধ করিতে আসিয়াছে, এই কথা প্রকাশ করিয়া নবাবের মেদিনীপুরের প্রতিনিধি খোসাল সিংহকে পরাজিত করিয়া মেদিনীপুর অধিকার করে। ঐ মহারাষ্ট্রীয় দলের আক্রমণ প্রতিহত করিবার জন্ত নবাব-জামাত মীরকাশেম একদল নবাবী সৈন্তসহ মেদিনীপুর অঞ্চলে প্রেরিত হ’ন। কিন্তু তিনি তখন কোম্পানীর অধ্যক্ষগণের সহিত ষড়যন্ত্র করতঃ বাঙ্গালার সিংহাসন লাভের জন্ত ব্যস্ত থাকায় ঐ মহারাষ্ট্ৰীয়-স্বলন ব্যাপারে মনোযোগ দিতে

  • दावालाब्र हैठिशग-नवादौ भावले-ः ०७० ।।