পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९२ মেদিনীপুরের ইতিহাস। মাসে মারহাট্টার দ্বিগুণ উৎসাহে মেদিনীপুর আক্রমণ করিলে, মেদিনীপুরের ইংরাজ কুঠার রেসিডেন্ট জন্‌ষ্টোন সাহেব বিপন্ন হইয়া কলিকাতায় সাহায্য প্রার্থনা করিলেন । * কলিকাতা হইতে একদল ইংরাজ সৈন্ত আসিলে মারহাট্টাগণ সরিয়া পড়িল । এইরূপে উত্যক্ত হইয়া ইংরাজ কাউনসিল কল্পনা করিয়াছিলেন যে, কটক পৰ্য্যন্ত সৈন্ত পাঠাইয়া মারহাট্টাদিগকে বিতাড়িত করা হইবে। কিন্তু পরে কাউন্‌সিলে বিষম মতভেদ উপস্থিত হওয়ায় ঐ কল্পনা আর কাৰ্য্যে পরিণত হইতে পারে নাই । ১৭৬৪ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে মারহাট্টাগণ ইংরাজ রাজ্যের সীমার সন্নিহিত প্রদেশ আক্রমণ করিবার অভিপ্রায়ে পুনরায় আগমন করে। তন্নিবারণের জন্ত বিস্তর ইংরাজ সৈন্ত প্রেরিত হইয়াছিল। + সেনানায়কগণের মধ্যে মেজর চ্যাপ মেনের নাম বিশেষ প্রসিদ্ধ। ইনি কয়েকটি যুদ্ধে জয়লাভ করিয়া মারহাট্টাদিগকে সেবার দমন করিয়াছিলেন। ঐ সময় নারায়ণগড়ের জমিদার রাজা পরীক্ষিত পাল কোম্পানীর বিশেষ সাহায্য করিয়াছিলেন। মেজর চ্যাপ মেন সাহেব ১৭৬৪ খৃষ্টাব্দের ১০ই জানুয়ারী তারিখে রাজা পরীক্ষিতকে যে পত্র লেখেন তাহার সারমৰ্ম্ম এইরূপ ;– আপনার বিশ্বস্ততা ও দক্ষতাগুণে অামি বিশেষ উপকৃত হইয়াছি। অতি সত্বর মহারাষ্ট্রীরগণের উপদ্রব নিবারণের জন্ত বিশেষ উদ্যোগ হইতেছে ; উহাদিগকে দমনের জন্য অত্যন্ন দিনের মধ্যেই একদল ইংরাজ সৈন্ত সুবর্ণরেখা তীরে ছাউনি করিবে । অতএব আপনি উপযুক্তরূপ রসদ সংগ্রহের জন্য বিশেষ মনোযোগী হইবেন। :

  • TLong's Records, pp. 263-264. # Ferminger's Bengal District Records, Midnapore—1763

1767. Letter No 31, p. 27 নারায়ণগড় রাজবংশ–ঐযুক্ত ত্ৰৈলোক্যনাথ পাল ।