পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 মেদিনীপুরের ইতিহাস। অপরাধী, দুষ্টলোক, জেল পলাতক,সঙ্গতীহীন অধমৰ্ণ ইত্যাদি অসচ্চরিত্র লোক মহারাষ্ট্ৰীয় অধিকারে আশ্রয় লইত। স্থায়-বিচার করিয়া কাহাকেও দণ্ড দিবার উপায় ছিল না। এই কারণে ক্রমশঃই ইংরাজ রাজ্যের প্রজাসংখ্যা হ্রাস হইয়া মারহাট্টাধিকারে বৃদ্ধি পাইতে ছিল । * এই সকল অসুবিধা ও অশাস্তির প্রতিবিধান করিবার জন্য মেদিনীপুরের তাৎকালিক রেসিডেন্ট ভান্সিটার্ট সাহেব অমর্শী হইতে ১৭৬৭ খৃষ্টাব্দের ৫ই মে তারিখে কোম্পানীর কাউন্‌সিলের সভাপতি তেরেলেষ্ট, সাহেবের নিকট যে পত্র লিখেন তাহতে প্রস্তাব করিয়া পাঠান যে, কোম্পানীর অধিকৃত সুবর্ণরেখার দক্ষিণে অবস্থিত ভেলোরাচোর পরগণার সহিত মহারাষ্ট্রীয়দিগের অধিকৃত পটাশপুর পরগণার অদল-বদল করিলে ভবিষ্যতে আর উভয় পক্ষের বিবাদ-বিসম্বাদের বিশেষ কারণ থাকিবে না উত্তরে কাউন্‌সিলের সভাপতি ভেরেলেই সাহেব ২৭ শে মে তারিখে লিখেন, মারহাট্টাদিগের নিকট হইতে সমগ্র উড়িষ্যা লইবার কথা চলিতেছে, তাহা হইলে পটাশপুর মেদিনীপুরের রেসিডেন্টের অধীন করা হইবে। ; ১৭৬৬ খৃষ্টাব্দ হইতে ক্লাইব এই প্রস্তাব করিয়া আসিতেছিলেন, কিন্তু উহ। কার্য্যে পরিণত করা হয় নাই। ৭ ১৭৬৫ খৃষ্টাব্দের এপ্রিল মাসে মারহাট্টার পুনরায় মেদিনীপুর অঞ্চলে উপদ্রব করিবার চেষ্টা করিয়াছিল। শ্ৰীভট্টের অধীনে একদল মারহাট্ট সৈন্ত সাতটা কামান লইয়া পটাশপুরে উপস্থিত হয় এবং কোম্পনীর দেশীয় সৈন্যকে হস্তগত করিয়া এক বিদ্রোহের স্বষ্টি করে । ৪

  • Price's Notes on the History of Midnapore, pp. 28-29. # Ferminger's Midnapore Records, 1763-1767, p. 145. ; Ferminger's Midnapore Rccords 1763-1767, p. 150. TI Verelest’s View, Appendix, p. 52. § Ferminger's Midnapore Records 1763-1767, p. 142.