পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপত্ৰৰ বা বঙ্গীর হাঙ্গামা। २२é এই ঘটনার অত্যন্ত্রকাল পরে কটকের মহারাষ্ট্রীয় মুবাদার ক্ষুন্নাঙ্গী গলায়সূ এতদ অঞ্চলে চৌধু আদায়ের আদেশ প্রচার করেন । কিন্তু তাছা t’. আদায় না হওয়াতে তিনি তৎকালীন ময়ূরভঞ্জের ཟས་ཨཱ་ཧཱུཾ༔,ཀྱཱརྱ་”༔ রাজাকে লিখিয়া পাঠান যে, বর্ষাকালে তিনি যুদ্ধ, যাত্রা করিবেন। এই ভয়াবহ সংবাদ মেদিনীপুরে পৌছিলে মেদিনীপুরের অধিবাসীবর্গের প্রাণে ভয়ানক আতঙ্কের সঞ্চার হয়। মেদিনীপুরের ইংরাজ রেসিডেন্ট এই সংবাদ পাইয়া ১৭৬৮ খৃষ্টাব্দের ১৫ই জুলাই তারিখে বঙ্গদেশের গবর্ণার জেনারেল ভেরেলেষ্ট সাহেবকে এক পত্র লিখিয়া ঐ সংবাদ প্রদান করিয়াছিলেন। ঐ পত্রে লিখিত ছিল যে, মহারাষ্ট্রীয় মুবাদার সুহ্মাজীর সেনাপতি নিলু পণ্ডিত বার হাজার অশ্বারোহী, ছয় হাজার পদাতিক ও এক হাজার বন্দুকধারী সৈন্তসহ অচিরে বঙ্গদেশ আক্রমণ করিবে। র্তাহার লিখিত ১৭৬৯ খৃষ্টাব্দের ২৮ শে ফেব্রুয়ারী তারিখের পত্রেও মারহাট্ট আক্রমণের কথা ছিল । * - ঐ প্রকাও সৈন্যদল যথাসময়ে সুবর্ণরেখা নদী পার হইয়। বঙ্গদেশের সীমায় উপস্থিত হয় এবং সমগ্র মেদিনীপুর প্রদেশকে . ঋবস্ত বিধ্বস্তু করিয়৷ বৰ্দ্ধমানেয় দিকে অগ্রসর হয়। ঐ সৈন্যদল কর্তৃক পশ্চিম বাঙ্গালার অধিকাংশ স্থানই আক্রাস্ত হইলেও মেদিনীপুর জেলা বিশেষতাবে ক্ষতিগ্রস্ত হইয়াছিল। তাঁহাদের ভীষণ অত্যাচারে মেদিনীপুর ঐহীন শ্মশানে পরিণত হইয়াছিল। শস্তের অভাবে, ক্ষুধার জালায়, মনুষ্য কলাগাছের তেউড় এবং পশুর খড় ও পোয়ালের অভাবে গাছের পাতা ভক্ষণ করিয়া ক্ষুধা নিবৃত্তি করিয়াছিল। যখন তাহাও জুটে নাই তখন লোকে গৃদ্ধ গ্রাম ও আশীর্ষস্থানের আয় কাটাইয়াৰে বােকে

  • Firminger's Midnapore Records, 1768-1770, pp.84, 136. .

2&