পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిశిy মেদিনীপুরের ইতিহাস । আক্রমণকারীর পরিত্যক্ত গ্রাম লুঠিয়া গ্রামে আগুন ধরাইয় দেয় এবং রণহত শত্রুদিগের মুণ্ড লইয়া প্রস্থান করে। মেদিনীপুরের ইংরাজ কৰ্ম্মচারী এই সংবাদ কলিকাতায় লিখিয়া পঠাইয় গবর্ণমেণ্টকে অমুরোধ করেন, যেন মারহাট্ট মুবাদারকে ইহা জানাইয়া ক্ষতি পূরণ দাবী করা হয়। তিনি ঐ পত্রে মেদিনীপুরে আরও অধিক সৈন্ত রাখিবার এবং ওলমারা হইতে মারহাট্টাদিগকে বিতাড়িত করিবার ব্যবস্থা করিবার জন্যও গবর্ণমেণ্টকে লিখিয়াছিলেন । * - ঐ সময় মারহাট্টার যে কতপ্রকারে কোম্পানীর প্রজা ও কৰ্ম্মচারীদিগকে উৎপীড়িত করিতেছিল ১৮৯৯ খৃষ্টাব্দের ৩১শে জুলাই তারিখে মেদিনীপুরের তৎকালীন ম্যাজিষ্ট্রেট ষ্ট্ৰেচী সাহেব ( H.S. Strachey ) গবর্ণমেণ্টের সেক্রেটারী টুকার সাহেবকে (H.st G. Tucker) যে পত্র লিখিয়াছিলেন, সেই পত্রে উহার সবিশেষ বৃত্তাপ্ত জানিতে পারা যায়। } মারহাট্টক্লিগের ও দুষ্ট জমিদারের উপদ্রব নিবারণের জন্য কোম্পানী মেদিনীপুরের দুর্গে ও জলেশ্বরের নক্স দুর্গে স্থায়ীভাবে দুই দল সৈন্ত রাখি বার ব্যবস্থা করিয়াছিলেন। কিন্তু তাহাতে বিশেষ কোন ফুল না হইলেও অত্যাচার যে অনেকটানিবারিত হইয়াছিল, তাহ বলা যায়। ফলতঃ সমস্ত উপদ্রবই ১৮৯৩ খৃষ্টাব্দের দ্বিতীয় মারহাট্টা যুদ্ধের অবসানে প্রশমিত হয় । ১৭৯৮ খৃষ্টাব্দে মাকুইস্ অব ওয়েলেসলী ভারতের গবর্ণার জেনারেল হইয় আসেন। তাছার শাসনকালে ইংরাজদিগের সহিত যুদ্ধে বেরারের রাজা রঘুী ভেঁাশ লা পরাজিত হওয়ায় క్గా মারহাট্টাদিগের প্রতিপত্তি নষ্ট হয়। ১৮৯৩ খৃষ্টাঙ্গে a ওয়েলেসলী বিশেষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়া একই

  • District Gazetteer—Midnapore—p. 36. + Price's Notes on the History of Midnapore, pp. 28-29.