পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্রীয় উপদ্রব বা বর্গীর হাঙ্গামা । १२> সময়ে আৰ্য্যাবর্তে ও দাক্ষিণাত্যে মহারাষ্ট্রীয়দিগের অধিকৃত সমস্ত প্রদেশ আক্রমণ করিতে আদেশ করেন। চারিদিক হইতে আক্রাস্ত হওয়ায় মহারাষ্টীয়গণ বিব্রত হইয় পড়ে এবংপরিশেষে সম্পূর্ণরূপে পরাজিত হয়। দাক্ষিণাত্যে যে সৈন্যদল প্রেরিত হইয়াছিল সার আর্থার ওয়েলেসলী তাহার প্রধান সেনাপতি ছিলেন এবং উহার অধীনে উড়িষ্যার কটক প্রদেশে যে সৈন্ত প্রেরিত হইয়াছিল,কর্ণেল হাৰ্কট তাহার নেতৃত্ব করিয়াছিলেন। কর্ণেল ফাগুশনের হস্তে জলেশ্বর ও বালেশ্বরের সৈন্তদলের পরিচালনা ভার হস্ত ছিল। ঐ সময় পৃথক একদল সৈন্ত পটাশপুরও আক্রমণ করিয়াছিল। তাঁহাদের সমবেত চেষ্টায় ইংরাজ জয়ী হইলেন। এই যুদ্ধের অবসানে, ১৮০৩ খৃষ্টাব্দের ১৭ই ডিসেম্বর, বেরারের রাজার সহিত কোম্পানীর যে সন্ধি হয়, তাহার পরে মারহাট্টাদিগের অধিকৃত পটাশপুর,ভোগরাই ও কামার্দাচোর পরগণা সমেত সমস্ত উড়িষ্যা প্রদেশ কোম্পানীর অধিকারভুক্ত হয়। ইহার পর মহারাষ্ট্ৰীয়গণ আর কোন দিন মেদিনীপুরের সীমায় পদার্পণ করিয়া কোনপ্রকার অত্যাচার করে নাই। বর্গীর অত্যাচার কাহিনী আলোচনা করিলে শরীর রোমাঞ্চিত হয় ; তাঁহাদের চিত্র ভারতে মহারাষ্ট্রীয়দিগের ইতিহাসের এক পৃষ্ঠা কলঙ্কিত করিয়া রাখিয়াছে। বাঙ্গালার বর্গী-কাহিনী ছেলে ঘুম পড়াইবার ছড়া মাত্র নহে—উহা বাঙ্গালীর রক্তরঞ্জিভ বেদনার এক অশ্রুসিক্ত কাহিনী ।

  • Verels“'s View-App. 57. Aitchison, Vol.1 ; p. 415.