পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মেদিনীপুরের ইতিহাস।

পরবর্ত্তিকালের গ্রন্থ আইন-ই-আক্‌বরীতে “নারায়ণপুর ওরফে খান্দার” নামে একটি মহালের উল্লেখ আছে। বর্ত্তমানকালে খান্দার নামেও একটি পরগণা দৃষ্ট হয়। খান্দার ও নারায়ণগড় পরগণা পাশাপাশি অবস্থিত। ভঞ্জভূম নামে শালবনী ও কেশপুর থানায় একটি পরগণা আছে; বারিপাদা এক্ষণে ময়ূরভঞ্জের করদরাজ্যভুক্ত। ময়ূরভঞ্জের রাজার রাজধানী এই বারিপাদায় অবস্থিত। শালবনী হইতে বারিপাদা পর্য্যন্ত সমস্ত প্রদেশটি ভঞ্জভূমি-বারিপাদা দণ্ডপাঠের অন্তর্গত ছিল বলিয়া বোধ হয়। তৎকালে এই দণ্ডপাঠটির অধিকাংশই নিবিড় জঙ্গলাবৃত ছিল; ভূমিজ নামে এক শ্রেণীর আদিম অধিবাসী এই স্থানে বাস করিত। সম্ভবতঃ তাহাদের নামানুসারেই এই স্থান ভূমিজভূম বা ভঞ্জভূম নামে পরিচিত হইয়াছিল। এখনও এই প্রদেশের স্থানে স্থানে নিবিড় জঙ্গল বিদ্যমান; তথায় ভূমিজগণও বাস করিতেছে।

 নইগ ও জৌলিতি দণ্ডপাঠ দুইটি কোন‍্ স্থানে অবস্থিত ছিল, সঠিক বলা যায় না। তবে উক্ত দণ্ডপাঠ দুইটি টানিয়া, মালঝিটা, নারায়ণপুর ও ভঞ্জভূম-বারিপাদা দণ্ডপাঠের সহিত উল্লিখিত হওয়াতে এই দুইটি দণ্ডপাঠও যে উহাদের নিকটবর্ত্তী কোন স্থানে ছিল, তাহা বলা যাইতে পারে। শ্রীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয় অনুমান করেন, এগরা থানার নেগুঁয়া নামক স্থানটির অপভ্রংশ নামে নইগাঁ বা নাইগাঁ দণ্ডপাঠের পরিচয় পাওয়া যায়। এগরার উল্লেখস্থলে এখনও লোকে 'এগরা নেগুঁয়া' বলিয়া থাকে। ইংরাজাধিকারের প্রথমাবস্থায় নেগুঁয়াতে কাঁথি মহকুমার ফৌজদারী কার্য্যালয় প্রতিষ্ঠিত ছিল; উহা তখন নেগুঁয়া মহকুমা নামে পরিচিত হইত। বর্ত্তমানকালের মেদিনীপুর জেলার যে অংশ উৎকলের অন্তর্ভূত ছিল বলিয়া অনুমান করা যায়,