পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম অধ্যায়।


میمییRیخF=یي. =.مس--- .

ইংরাজ শাসনকাল। ১৭৬০ খৃষ্টাব্দের ২৭ শে সেপ্টেম্বরের সন্ধির সর্ভানুসারে নবাব মীর কাসেম ইংরাজ কোম্পানীকে চাকলা বৰ্দ্ধমান, চাকলা মেদিনীপুর ও থানা ইসলামাবাদের (চট্টগ্রাম) অধিকার ছাড়িয়া দিয়া ঐ বৎসরের ১৫ই aaa.. অক্টোবর তারিখে এক সনদ প্রদান করেন। । চাকলা মেদিনীপুরের এপ্রদেশে ইংরাজাধিকারের উহাই প্রথম দলীল ।

  • " ঐ সময় ইদানীন্তনকালের মেদিনীপুর জেলার অন্তর্গত (১) বগড়ী (২) ব্রাহ্মণভূম, (৩) বরদা, (৪) চন্দ্রকোন, (৫) চিতুয়া, (৬) জাহানাবাদ, (৭) মণ্ডলঘাট, (৮) খারিজ মণ্ডলঘাট ও (৯) ভুরসুট পরগণা চাকলা বৰ্দ্ধমানের অন্তভূত ছিল এবং নিম্নলিখিত ৫৪ট পরগণ লইয়া চাকল মেদিনীপুর গঠিত ছিল –

(১) কাশীজোড়,(২)কিসমৎকাশীজোড়া,(৩) সাহাপুর,(৪) মেদিনীপুর, (৫) সবঙ্গ, (৬) খান্দার, (৭) ময়নাচোর, (৮) কুতুবপুর, (৯) কেদারকুণ্ড, (১০) গাগনাপুর, (১১) পুরুষোত্তমপুর, (১২) খড়গপুর, (১৩) নাড়াজোল, (১৪) মাৎকদপুর, (১৫) গগনেশ্বর,(১৬) জামূনা, (১৭) নারায়ণগড়, (>b) বলরামপুর (১৯) কিসমৎ বলরামপুর, (২) জুলকাপুর, (২১) ধারিন্দা, (২২) ছাতনা, (২৩) খটনগর, (২৪) শীপুর, (২৫) মীরগোদা, (২৬)

  • Aitchison, Vol. I pp. 216-217.