পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ఫిబిd সাহাপুর, (৭) কিসমৎ পটাশপুর ও (৮) খালিসা ভোগরাই পরগণা ঐ সকল নামের মূল পরগণাগুলিরই অংশ বা কিসমৎ । (৯) মনহরপুর ও (১০) ঢেকিয়া বাজার পরগণা আদিতে মেদিনীপুর পরগণার সহিত এবং ( ১১ ) বালিসীতা ও (১২) বাটিটকী পরগণা যথাক্রমে সবঙ্গ ও নারায়ণগড় পরগণার সহিত সংযুক্ত ছিল জানা যায়। (১৩) বোড়ইচোর, ( ১৪ ) দন্টখোড়ই ও ( ১৫) সেক পাটনাও ঐরূপ কোন এক বা একাধিক পরগণার অংশ হইবে । এ প্রদেশে ইংরাজাধিকার প্রতিষ্ঠিত হইবার পর কয়েক বৎসর যাবৎ কোম্পানীকে নানাপ্রকার অশান্তি ও যুদ্ধ বিগ্রহে কাটাইতে হইয়াছিল। কোম্পানীর শাসনের প্রারম্ভকালে মেদিনীপুরে শান্তি ছিল না। ঐ সময়ের লিখিত সরকারী চিঠিপত্রগুলির আলোচনা করিলে দেখা যায় যে, তৎকালে মেদিনীপুরের চারিদিকেই অশান্তির অনল প্ৰজলিত হইয়া উঠিয়াছিল। স্থানীয় জমিদারগণ পরস্পরে বিবাদ বিসম্বাদ করিয়া সৰ্ব্বদাই দাঙ্গা-হাঙ্গামা করিতেন । দেশে চোর ডাকাতের ভয় অত্যন্ত বেশী ছিল। খয়রা, মাঝি প্রভৃতি জঙ্গল-যহালের কয়েকটি অসভ্য জাতি ঐ সময় মেদিনীপুরের নিরীহ প্রজাবৃন্দকে নানাপ্রকারে উত্যক্ত করিয়া তুলিয়াছিল। উহাদের দৌরাত্ম্যে কি ধনী কি নিধন , সকলে সতত সশঙ্ক থাকিত। তীর ধছুকই তাহাদের প্রধান অস্ত্র ছিল। তাহাদের মধ্যে অনেকে জঙ্গলে মৃত্তিকার অভ্যন্তরে গৃহ নিৰ্ম্মাণ করিয়া গোপনে বাস করিত। খয়রা ও মাঝুিদিগের উপদ্রবের সঙ্গে সঙ্গে চুয়াড়দিগের বিদ্রোহও মেদিনীপুরের বিশেষ উল্লেখ যোগ্য ঘটনা। এ প্রদেশের শাসনভার গ্রহণের পর হইতেই কোম্পানীকে এই সকল বিদ্রোহ ও অশাস্তি দূর করিয়া দেশে শান্তি রক্ষা করিতে বিস্তুর চেষ্টা কোম্পানীর রাজত্বে অশাস্তি ও বিদ্রোহ ।