পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

令88 মেদিনীপুরের ইতিহাস । দেখিল যে, সহসা তাহাদের পুরুষানুক্রমে অধিকৃত জমী পুলিশের জন্য বাজেয়াপ্ত হইতেছে, তখন তাহারা মনে করিল, যাহাঁদের দ্বারা এই কাজ হইতেছে তাহীদের নিকট ইহার প্রতিকারের আশা করা বৃথা ; পেইজন্ত তাহারা অসভ্য ও অশিক্ষিত জাতির স্বাভাবিক নিয়মে বিদ্রোহী হইয়া দেশ যধ্যে লুণ্ঠন ও অত্যাচারে প্রবৃত্ত হইয়াছিল। ইহার ফলে রাজস্ব বৃদ্ধি হওয়া দূরের কথা রাজস্ব আদায় একপ্রকার বন্ধ হইয়। গিয়াছিল। এই কারণে কাউন্সিলের সহকারী সভাপতিও পাইকান জমীর ব্যবস্থা বিষয়ে বোর্ডকে তিরস্কার করেন । রাজস্ব হ্রাস ও আদায়ের বিশৃঙ্খলা বিয়য়ে অমনোযোগের জন্তও বোর্ড নিন্দিত হইয়াছিলেন । সেইজন্ত বোর্ড স্থির করেন, চুয়াড়দিগের অত্যাচার নিবারিত না হওয়া পর্য্যস্ত পাইকান জমীর বন্দোবস্ত স্থগিদ থাকিবে । পুলিশের দারোগার অনাচার নিবারণে অক্ষম প্রতিপন্ন হওয়ায় জঙ্গল-মহালের জমিদারদিগের হস্তে ঐ সময় পুলিশের ক্ষমতাও প্রদত্ত হইয়াছিল। ষে সকল জমিদারের প্রজার চুয়াড়দিগের লুণ্ঠনে বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হইয়াছিল, সেই সকল মহালের রাজস্ব আদায় সম্বন্ধেও সরকার বাহাদুর যথাসম্ভব শৈথিল্য প্রদর্শন করিয়াছিলেন। • জঙ্গল খণ্ডে শান্তি স্থাপিত হইলে পর, ১৮০৫ খৃষ্টাব্দে বীরভূম, বৰ্দ্ধমান, মানভূম, মেদিনীপুর প্রভৃতি বিভিন্ন জেলা হইতে কয়েকটি করিয়া জঙ্গল-মহাল বিচ্ছিন্ন করিয়া লইয়া "জঙ্গলমহাল” জেলা নামে একটি নুতন জেলা গঠন করা হয় । * তৎকালে ঐ জেলায় তেইশটি মহাল ছিল এবং একজন ইংরাজ ম্যাজিষ্ট্রেট তথায় সসৈন্তে অবস্থান করিতেন। জঙ্গল-মহাল জেলা । • J. C. Price—The Chuar Rebellion of 1799. + Regulation XVIII of 1805. -