পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । २8¢ ১৮৩৩ খৃষ্টাব্দ পর্য্যস্ত ঐ জেলাটির অস্তিত্ব ছিল। পরে উহা উঠাইয়া দিয়া উহার অন্তর্গত মহালগুলি পার্শ্ববৰ্ত্তী জেলা কয়েকটির অন্তভূত করিয়া দেওয়া হয়। • প্রাগুপ্ত মহালগুলির অধিকাংশই মানভূম জেলার অন্তভূক্ত হইয়াছিল এবং অদ্যাপি প্রায় সেইরূপই আছে। জঙ্গল খণ্ডে চুয়াড়দিগের অত্যাচার নিবারিত হইতে না হইতে ১৮০৬ খৃষ্টাব্দে মেদিনীপুরের উত্তরাংশের বন্য জাতিগণ বিদ্রোহী হইয়৷ - উঠে। মেদিনীপুরে এই বিদ্রোহ সাধারণতঃ “বগড়ীর নাএক হাঙ্গামা” নামে পরিচিত। নাএকগণ প্রায় চুয়াড়দিগেরই সমশ্রেণীভুক্ত। তাহারা কুকুট মাংস আহার করিলেও হিন্দু ধৰ্ম্মে আস্থা প্রদর্শন করিত এবং গো ব্রাহ্মণে ভক্তিমান ছিল । বগড়ীর রাজবংশ কর্তৃক উহাদের জায়গীর নির্দিষ্ট ছিল। উহার সেই জায়গীর ভোগ করিত এবং আবখ্যক হইলে রাজ-সরকারে পাইক সৈন্তের কার্য্য করিত। কোম্পানীর আমলে বগড়ীর রাজা ছত্র সিংহ রাজ্যচ্যুত হইলে বগড়ীর জমিদারী ভিন্ন ব্যক্তির সহিত বন্দোবস্ত করা হর এবং নাএকদিগের জায়গীরও বাজেয়াপ্ত হর। রাজা ছত্র সিংহের অধঃপতনে বহু সংখ্যক নাএক সৈন্ত আপন বৃত্তি ও সম্পত্তি হইতে বঞ্চিত হইয়া আচল সিংহ নামক জনৈক দুৰ্দ্ধৰ্য সৈনিক পুরুষের নেতৃত্বে ইংরাজ শক্তির বিলোপ সাধনে বদ্ধপরিকর হয় । নাএকগণ গড়বেতার নিকটবর্তী নিবীড় বনভূমি মধ্যে আশ্রয় গ্রহণ পূর্বক বগড়ীর কেন্দ্র হইতে প্রান্ত স্থল পর্যন্ত ভীষণ বিদ্রোহানল প্রজ্বলিত করে এবং ইংরাজাধিকৃত বগড় পরগণার পার্শ্ববর্তী যাৰতীয় জনপদে আপতিত হইয়া ব্রাহ্মণ ব্যতীত সৰ্ব্বজাতীয় নরনারীর সর্ব • Regulationxī ofissa. বগড়ীর না এক হাঙ্গামা ।