পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ@も মেদিনীপুরের ইতিহাস। হইয়াছিল। কিন্তু বর্ষাকাল পর্য্যস্ত অপেক্ষা করিয়াও করাসী সেনার আগমনের কোন সংবাদ না পাইয়৷ জুলাই মাসের শেষে ইংরাজ সৈন্তদলকে ফিরাইয়া আনা হয় । এই ঘটনার কিছুদিন পরেই মেদিনীপুরের তৎকালীন ইংরাজ রেসিডেন্ট বাবর সাহেবের হঠকারিতায় ফরাসী গবর্ণমেণ্টের সহিত ইংরাজের পুনরায় একটু মনোমালিন্ত ঘটিবার উপক্রম হইয়াছিল। ১৭৭০ খৃষ্টাব্দের অক্টোবর মাসে ফরাসী এজেণ্ট লরেন্ট সাহেব তাহাদের মোহনপুর ও ক্ষীরপাইর কুঠ পরিদর্শন করিবার জন্ত কয়েকজন সিপাহীসহ মেদিনীপুরে উপস্থিত হন। বাবর সাহেব তাহাকে পথে আটক করিয়া বলেন “আপনাদের চন্দননগরস্থ গবর্ণমেণ্ট আপনাকে আমাদের এলাকার মধ্য দিয়া সৈন্যসহ যাইবার জন্য যখন আমাদের কলিকাতার কাউন্সিলের অনুমতি লয়েন নাই, তখন আধি আপনাকে সৈন্তসহ আমার অধিকারের মধ্য দিয়া যাইতে দিতে পারি না। তবে আমি আপনার সৈন্যদিগকে আমার দুর্গের মধ্যে আটক রাখিয়৷ আমার কয়েফজন সৈন্যকে আপনার সঙ্গে দিতে পারি, আপনি তাহাদিগকে লইরা যাইতে পারেন।” ফরাসী এজেন্ট এ প্রস্তাবে কিছুতেই সম্মত হন নাই ; আগত্য অনেক বাগ্‌বিতণ্ডার পর বাবর সাহেব তাহাকে যাইবার অনুমতি দেন । কিন্তু ফরাসী গবর্ণমেণ্ট ইহা অপমানজনক বোধ করিয়া ৮ই নভেম্বর তারিখে কলিকাতার ইংরাজ কাউন্সিলে এক পত্র লিখেন। কাউন্সিল সমস্তু বিষয় অবগত হইয় ফরাসী গবর্ণমেণ্টের নিকট দুঃখিত হুইয়া পত্র লিখেন এবং বাবর সাহেব তিরষ্কৃত হন। ফলে কোম্পানীর গবর্ণর ও কাউন

  • District Gazetteer—Midnapore—pp. 46-47. + Firminger's Midnapore Records, 1767-70, pp. 203-205.