পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল। રક છે

করিবার জন্ত পার্শ্ববৰ্ত্তী যে সকল স্থান হইতে কাষ্ঠ সংগ্রহ করা হইত সেই সকল জমীকে ‘জালপাই জঙ্গল’ বলিত। এইজন্ত জলপাই জঙ্গলকে fit-tqēsts gos ( Reserved forest) Fal sts i নবাব সরকার মলঙ্গীদের বেতন স্বরূপ প্রতি একশত মনে বাইশ টাকা হিসাবে পারিশ্রমিক ধাৰ্য্য করিয়া জমিদারদিগের সহিত একটি বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। জমিদারগণ তাহাদিগকে সমস্ত বৎসর ষেতন না দিয়া, ছয় মাসের বেতন দিতেন ও অন্ত ছয়মাসের জন্ত বিনা খাজনায় অথবা অন্ত কোনরূপ সুবিধাজনক সৰ্ত্তে কৃষিকাৰ্য্যোপযোগী জমী ভোগ করিতে দিতেন । মলঙ্গীরা কাৰ্ত্তিক হইতে জৈষ্ঠ্য মাস পর্য্যন্ত লবণ প্রস্তুত করিত, তৎপরে বর্ষ। আরম্ভ হইলেই স্ব স্ব চাকয়াণ জমীতে কৃষিকাৰ্য্য আরম্ভ করির দিত। এইরূপে তাহারা বারমাসই কার্য্যে নিযুক্ত থাকিয়া যথেষ্ট উপার্জন করিত। নবাবী আমলে মেদিনীপুর জেলায় নুনাধিক চার হাজার খালাড়ী ছিল। প্রতি এক শত মণ লবণ তখন প্রায় ষাট টাকা মূল্যে মহাজন দিগকে বিক্রর করা হইত এবং খরচ ষাদে যাহা উদ্ধৃত থাকিত তাহ। জমীদার ও সরকারের উচ্চ পদস্থ কৰ্ম্মচারীদের লভ্য ছিল । * সে সময় প্রধান লবণ ব্যবসায়ী “ফকর-উল-তজ্জব” ( ব্যবসায়ীদের গৌরব ) বা “মালীক-উলু-তজব” ( ব্যবসায়ীদের রাজা ) উপাধি লাভ করিতেন । এই কারবার তৎকালে কিরূপ সম্মান ও লাভজনক ছিল তাহা ঐ দুইটি উপাধি হইতেই বুঝিতে পারা যায়। মুসলমান অধিকারের শেষ পর্য্যস্ত এ প্রদেশে ঐ রূপ বন্দোবস্তেই কাৰ্য্য চলিয়াছিল। { পলাশীর যুদ্ধের কয়েক বৎসর পরেই ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর কর্ণ • Fiftb Report—Firminger, Vcl. II. 365-372. , # Hunter's Statistical Account of Bengal, Vol.III.(Midnspore).