পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*もえ মেদিনীপুরের ইতিহাস । চারিগণ বঙ্গের তৎকালীন নবাবকে বাধ্য করিয়া এদেশের লবণ, তামাক ও গুপারীর বাণিজ্য সম্বন্ধে কয়েকটি বিশেষ নিয়ম প্রচার করেন। & “মহারাজা নন্দকুমার” প্রণেতা চণ্ডীচরণ সেন মহাশয় লিখিয়াছেন যে, এই নিয়মানুসারে কার্ষ্যারম্ভ হইবামাত্র দেশের সর্বনাশ আরম্ভ হইল। চতুর্দিক হইতে প্রজার হাহাকার ধ্বনি সমুখিত হইল। দেশীয় প্রজাগণের আর কষ্ট্রের সীমা পরিসীমা রহিল না। ক্লাইব ও তাহার কাউন্সলের সভ্যগণ কলিকাতায় ট্রেডিং এসোসিয়েসণ নামে একটি বণিকৃ সভা সংস্থাপন করিলেন । কোম্পানীর প্রায় সমুদয় ইংরেজ কৰ্ম্মচারী বণিক সভার সভ্য হইলেন । নিয়ম হইল যে, দেশের মধ্যে যত লবণ উৎপন্ন হইবে তৎসমুদর প্রথমতঃ দেশীয় লোকদিগকে বণিক সভার নিকট প্রতি এক শত মণ ৭৫ মূল্যে বিক্রয় করিতে হইবে। পরে বণিক সভা উহ! পাঁচশত টাকা মূল্যেদেশীয় মহাজনদিগের নিকট বিক্রয় করিবেন। দেশীয় মহাজনগণ আবার তাহার উপর নির্দিষ্ট লাভ রাখিয়া জনসাধারণের নিকট উহা বিক্রয় করিতে পরিবে । দেশীয় মহাজনগণ দেশীয় লোকের নিকট হইতে একায়িক এই সকল পণ্য দ্রব্য কখনও কিনিতে পারিবে না। { এই নিয়ম প্রবৰ্ত্তিত হইবার পর এ প্রদেশের লবণ নিৰ্ম্মাতা ও লযণ মহালের জমীদারগণের নামে নবাবের পরওয়ান বাহির হইল যে, তাহাদিগকে কলিকাতাস্থ ইংরাজ বণিক সভার নিকট এই মৰ্ম্মে মূঢ়লুকা দিতে হইবে, য়ে যত লবণ প্রস্তুত করিবে তৎসমুদয় ইংরাজ কোম্পানীর লবণ ব্যবসায় ।

  • Bolts on India Affairs, pp. 166–168. + মহারাজা লম্বকুমার-চণ্ডীচরণ সেন-পৃ: ৪৪-৪৯ ।