পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । s סר উত্তরাংশে অবস্থিত বগড় প্রভৃতি পরগণার ও বাকুড়া জেলার কিয়দংশ) বগড়ী কালেক্টরী এবং মেদিনীপুর জেলার দক্ষিণাংশে অবস্থিত কয়েকটি পরগণাকে লইয়া জলেশ্বর কালেক্টরী গঠিত হইয়াছিল। ১৭৮৭ খৃষ্টাব্দে আবার ঐ দুইটি কালেক্টরী উঠিয়া यॉम्न । - ১৭৯৩ খৃষ্টাব্দে লর্ড কর্ণওয়ালিশের দশসালা বন্দোবস্তের পর বাঙ্গালার রাজস্ব বিভাগের পুনরায় অনেক পরিবর্তন হয়। তন্মধ্যে এ প্রদেশের নিমক বিভাগের কৰ্ম্মচারিগণের কার্য্য-প্রণালীর পরিবর্তন উল্লেখ যোগ্য। হিজলী কালেক্টরীর অন্তর্গত তমলুক ও হিজলীতে দুইটি নিমক-বিভাগ ছিল। দুই স্থানে সন্ট এজেণ্ট নামে দুই জন ইংরাজ কৰ্ম্মচারী থাকিতেন। ঐ সময় হিজলীর কালেক্টরী পদ উঠাইয়া দিয়া পূৰ্ব্বোক্ত সন্ট এজেন্টদ্বয়ের হস্তে রাজস্ব সংক্রান্ত কার্য্যের ভরও দেওয়া হয় । এই ভাবে কয়েক বৎসর কার্য্য চলিয়াছিল ; তৎপরে কিছুদিনেয় জন্ত মেদিনীপুরেয় কালেক্টরের হস্তে ঐ প্রদেশেরও ভার অর্পণ করা হয়। ১৮০০ খৃষ্টাব্দে হিজলীর রাজস্ব-বিভাগ পুনরায় হুগলীর কালেক্টরের কর্তৃত্বাধীনে আনা হয়। পরে ১৮৩৬ খৃষ্টাব্দ হইতে সমস্ত হিজলী প্রদেশকে মেদিনীপুর জেলার ও মেদিনীপুর কালেক্টরীর অন্তভূক্ত করা হইয়াছে। ১৮০১ খৃষ্টাব্দে বৰ্দ্ধমান জেলার অন্তর্গত বগড়ী পরগণা ( থানা গড়বেতা) মেদিনীপুর জেলার অন্তভূক্ত হয় এবং ১৮১৯ খৃষ্টাঙ্গে বৰ্দ্ধমান জেলার কিয়দংশ বিচ্ছিন্ন করিয়া হুগলী জেলা গঠিত হইলে, উক্ত প্রদেশেয় অন্তর্গত বাটাল ও চন্দ্রকোণ। থানা তৎকালে হুগলী

  • Proceedings of the Board of Revenue, dated the 13th March, 1787.-Fifth Report-Firminger p. 734.

為br --to -