পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१8 মেদিনীপুরের ইতিহাস । জেলার অন্তভূক্ত হইয়াছিল। পরে ১৮৭১ খৃষ্টাব্দে ঐ দুইটি থানাকে মেদিনীপুর কালেক্টরীর অন্তর্গত করা হইয়াছে। ১৮২১ খৃষ্টাব্দে রেভিনিউ কমিশনার পদের স্বষ্টি হয়। সেই সময় হিজলী ও মেদিনীপুর দুইটি জেলা কটক বিভাগের কমিশনারের অধীনে ছিল। ঔকৃওয়েল সাহেব কটকের প্রথম কমিশনার। পরে হিজলী সমেত সমস্ত মেদিনীপুর জেলা বৰ্দ্ধমান বিভাগের কমিশনারের অধিকার-ভুক্ত হইয়াছে। ১৮৩৩ খৃষ্টাব্দে এতদ্দেশে ডেপুটী কালেক্টর পদের স্বষ্টি হইলে এই জেলাতেও কয়েক জন ডেপুটী কালেক্টর নিযুক্ত হইয়াছিলেন । র্তাহার কালেক্টরের অধীনস্থ কৰ্ম্মচারীরূপে রাজস্ব সংক্রাস্ত কাৰ্য্যাদি পরিচালন করিবার অধিকার প্রাপ্ত হন । কোম্পানীর রাজত্বের প্রথম অবস্থায় তাহার রাজস্ব আদায় এবং ব্যবসা-বাণিজ্যে বিশেষ ব্যস্ত থাকায় দেশের ফৌজদারী ও দেওয়ানী কাৰ্য্যাদির সংস্কারে তাদৃশ মনযোগ দিতে পারেন নাই। তৎকালে ঐ সকল কাৰ্য্য পুৰ্ব্ববৎ নবাবী আমলের কৰ্ম্মচারীদিগের দ্বারাই পুরাতন প্রথায় চলিতেছিল। বাঙ্গালার নাজিম বিচার-বিভাগের সর্বপ্রধান ব্যক্তি ছিলেন। কিন্তু চাকলা মেদিনীপুরে ও চাকলা বৰ্দ্ধমানে অর্থাৎ বর্তমান মেদিনীপুর ও বদ্ধমান জেলার যে যে অংশ নবাব মীর কাশেম ১৭৬০ খৃষ্টাব্দের সন্ধি অনুসারে কোম্পানীকে ছাড়িয় দিয়াছিলেন, সেই দুই স্থানে, কোম্পানীর নিযুক্ত রেসিডেণ্টদিগের হস্তেই ফৌজদারী ও দেওয়ানী মোকদ্দমার ভারও অর্পিত ছিল। রেসিডেন্টগণ একাধারে উক্ত প্রদেশের বিচার, শাসন, রাজস্ব-আদায় ও ব্যবসা-বাণিজ্যের কৰ্ত্ত ছিলেন, সে কথা পূৰ্ব্বে বলিয়াছি। ওয়ারেণ হেষ্টিংস যাঙ্গালার গবর্ণর পদে প্রতিষ্ঠিত হইলে, ১৭৭২ বিচার ও শাসন বিভাগ ।