পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ቘግ® খৃষ্টাব্দের ২১শে অগষ্টের রেগুলেশন অহুসারে, প্রত্যেক জেলায় একটি করিয়া ফৌজদারী ও একটি করিয়া দেওয়ানী আদালত স্থাপিত হয়। ফৌজদারী আদালতে বিচারের তার নৰাবী আমলের কাঞ্জিদিগের হস্তে-স্তস্ত ছিল ; কিন্তু জেলার কালেক্টরগণ তাহীদের কার্য্য পরিদর্শন করিতে পারিতেন । বিচার কার্য্যে সাহায্য করিবার নিমিত্ত প্রত্যেক কাজির সঙ্গে একজন করিয়া হিন্দু শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও মহম্মদীয় আইনের ব্যাখ্যাকারক একজন করিয়া মুফতী থাকিতেন। ফৌজদারী আদালতের আপিলাদি মুর্শিদাবাদে প্রতিষ্ঠিত সদর নিজামত আদালতে গৃহীত হইত। দেওয়ানী আদালতের বিচার কালেক্টর করিতেন ; দেওয়ান তাহাকে সাহায্য করিতেন । তাহাদের আপিল শুনিবার জন্ত ও বড় বড় দেওয়ানী মোকদ্দমার বিচার করিবার নিমিত্ত রাজধানীতে সদর দেওয়ানী আদালত নামে একটি উচ্চ আদালত প্রতিষ্ঠিত হইয়াছিল। ১৭৭৪ খৃষ্টাব্দে কালেক্টরী পদ উঠাইয়া দেওয়া হইলে, দেওয়ানী বিচারের ভারও আবার কিছুদিনের জন্য দেশীয় কৰ্ম্মচারীদের হস্তে হস্ত হয়। ১৭৮১ খৃষ্টাম্বের ৬ই এপ্রিল তারিখের রেগুলেশন অনুসারে বঙ্গদেশের মধ্যে পুনরায় তেরটি দেওয়ানী আদালত স্থাপিত হয় এবং তত্তৎস্থানে জজ নামক এক একজন বিচারক নিযুক্ত হন। জজদিগকে কতকাংশে ম্যাজিষ্ট্রেটের কাৰ্য্যও করিতে হইত। ঐ সময় মেদিনীপুর জেলাতেও একটি দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হইয়াছিল। কিন্তু হিজলীতে কোন ८झ७म्नानौं आंलोणउ झुणिज्र दग्न नहेि ; श्छिौ, झश्रवौं, कृक्षिण পরগণা ও কৃষ্ণনগর জেলা তৎকালে কলিকাতার দেওয়ানী আদালতের অন্তভূর্ত ছিল। সেরমন বার্ড মেদিনীপুরের প্রথম জজু। ইহার পর কোর্ট অব ডিরেক্টরগণের ১৭৮৬ খৃষ্টাব্দের ১২ই মাঃ