পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ఫిని কমিশনার পদের স্বষ্টি হয়। সে সময় কালেক্টর, জজ ও ম্যাজিষ্ট্রেটগণ সকলেই কমিশনারদের অধীন হইয়াছিলেন । কমিশনারগণ রাজস্ব ংক্রাস্ত কাৰ্য্যাদি ব্যতীত দাওরার মোকদ্দমাও করিতেন । পূৰ্ব্বে উল্লিখিত হইয়াছে, ঘাটাল ও চন্দ্রকোণী থানার রাজস্ব বিভাগ ১৮৭২ খৃষ্টাব্দে মেদিনীপুর জেলার অন্তভূক্ত হয়। ঐ সময় উক্ত দুই স্থানের দেওয়ানী বিভাগও মেদিনীপুরের অস্তভূত হইয়াছিল। কিন্তু উহাদের ফৌজদারী কাৰ্য্যাদি ১৮২৬ খৃষ্টাব্দ হইতেই মেদিনীপুর জেলায় হইতেছিল ; তৎপূর্বে উহা হুগলী জেলায় হইত। হুগলী যাতায়াত অসুবিধাজনক ছিল বলিয়া উক্ত স্থানের অধিবাসীরা গবর্ণমেণ্টের নিকট আবেদন করিলে, ঐরূপ বন্দোবস্ত কর হইয়াছিল। ১৮৭২ খৃষ্টাব্দ হইতে ঐ দুইটি থানার যাবতীয় কাৰ্য্য মেদিনীপুরে হইতেছে। ১৭৬০ খৃষ্টাব্দ হইতে কালেক্টর ও ম্যাজিষ্ট্রেটের পদ এক হইয়া গিয়াছে। একই ব্যক্তি এক্ষণে দুই কাৰ্য্যই করিয়া থাকেন। কমিশনারগণ আর দাওরার মোকদম করেন না। জজের জেলার দেওয়ানী মোকদ্দমা ব্যতীত ম্যাজিষ্ট্রেটদিগের নিম্পত্য ফৌজদারী মোকদমার আপিল ও দাওরার মোকদম করিয়া থাকেন। র্ত্যহাদের নিম্পত্য মোকদ্দমার আপীল হাইকোর্টে হয়। ১৭৬১ খৃষ্টাব্দে সুপ্রীমকোর্ট, সদর দেওয়ানী আদালত ও সদর নিজামত আদালৎ উঠাইয়া দিয়া কলিকাতায় হাইকোর্টের প্রতিষ্ঠা হইয়াছে। মেদিনীপুরে এক্ষণে একজন ডিষ্ট্রক্ট ম্যাজিষ্ট্রেট ও কালেক্টর এবং ७कछन ख्झैिछे ७ tगनष्म छछ श्रांएकृम । दिल्लॉब्र, শাসন ও রাজস্ব সংক্রাস্ত কার্ষ্যে র্তাহাদিগকে সাহায্য করিবার জন্য বর্তমানে এই জেলায় একজন অতিরিক্ত ডিষ্ট্রক্ট রাজপুরুষগণ।