পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ३bv नै এ দেশের অধিকাংশ লোকেই অল্পতেই বেশ সস্তুষ্ট থাকে। কোন প্রকারে নিজের ও পরিবারবর্গের ভরণপোষণের ব্যবস্থাটা সামান্ত রকমে করিয়া ফেলিতে পারিলে,আর তাহার তাতিরিক্ত পরিশ্রম করিয়ু অবস্থার বিশেষ উন্নতি করিতে চাহে না বা অর্থ সঞ্চয়ের চিন্তা পর্য্যস্ত করে না। একজন রায়ত বৎসরের মধ্যে মাত্র ছয় মাস পরিশ্রম করিয়া ষোল বিঘা জমি অক্লেশে আবাদ করে এবং উহা হইতে যে ফসল উৎপন্ন হয়, তাহার অৰ্দ্ধাংশের দ্বারা খাজানাদি দিয়া অপর অৰ্দ্ধাংশে চার পাচ জনের এফ বৎসরের খরচ এক রকমে চালাইয়া দেয় । ইহাতেই তাহার। সস্তুষ্ট । তাহার। ইহার অধিক পরিশ্রম করিবার আবিস্তকতা বোধ করে না । যাহারা দৈনিক মজুরী করিয়া জীবিক নিৰ্ব্বাহ করে, তাহারাও যদি দু’একটি টাকা একবারে পাইয়া যায়, তাহা হইলে উহা খরচ না হওয়া পর্য্যন্ত আর কাজে বাহির হয় না । এই কারণে দেখা যায়, যাহারা মজুর খাটাইয়া থাকেন তাহারা প্রায়ই উহাদের প্রাপ্য বাকী রাখিয়া দেন ; তাহা না হইলে উহাদিগকে সময়ে পাওয়া যাইবে না। কোন কারণে দেশে শস্তহানী ঘটিলে এ দেশের অল্প লোকেই মজুরী বা অন্ত কার্য্যে নিযুক্ত হয়, অবশিষ্ট সকলের তিক্ষাই তখন একমাত্র অবলম্বন । এ দেশের লোকের নিকট তিক্ষা দানও বিশেষ পুণ্য কাৰ্য্য মধ্যে পরিগণিত ।” “প্রশ্ন ?—আপনার জেলার লোকের নৈতিক চরিত্র সাধারণতঃ কিরূপ ? ব্রটীশ আইন কানন দেশে প্রচলিত হইবার পর হইতে তাহাদের চরিত্রের কিছু উন্নতি বা অবনতি পরিলক্ষিত হইতেছে কি ? উত্তর ঃ—আমাদের প্রবর্তিত আইন কানন দেশে প্রচলিত হইবার পর হইতে এ দেশের লোকে র চরিত্রের উন্নতি কি অবনতি হইয়াছে নৈতিক চরিত্র ।