পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল । ૨tr૪ করিয়া দেওয়া উচিত। মদ্যপান করিয়া নিম্নশ্রেণীর লোকের স্বাস্থ্য একবারে নষ্ট হইয়। যাইতেছে। এদেশের জলবায়ুর গুণে উহার দ্বারা কোন উপকারই পাওয়া যায় না ; অধিকন্তু যাহারা উহ! পান করে তাহারা পূর্ণমাত্রাতেই পান করে এবং কচিৎ তাহা ত্যাগ করিতে পারে। তবে এই প্রসঙ্গে মঙ্গের আবখ্যকতা সম্বন্ধেও একটি কথা বলিবার আছে। মদ্য প্রস্তুত করিতে হইলে অনেক চাউলের আবশ্বক হয় ; যে জিনিসের আবশ্যকতা বেশী সেই জিনিস বেশী পরিমাণ উৎপন্ন করিতেও হয় । দুর্ভিক্ষের হস্ত হইতে দেশ রক্ষা করিবার জন্য অধিক পরিমাণ চাউল উৎপন্ন করা আবশ্যক। কোন সময়ে দুর্ভিক্ষ হইলে ম্যাজিষ্ট্রেট যদি সে সময়ের জন্ত মদ্য প্রস্তুত বন্ধ করিয়া দেন, তাহা হইলে সেই চাউলের দ্বারা দেশের অনেকের অন্ন সংস্থান হইতে পারে। লোকের জীবনধারণের সর্বোপেক্ষ প্রয়োজনীয় সামগ্রীকে সে সময় পুতিগন্ধময় অস্বাস্থ্যকর পানীয়তে পরিণত না করিয়া উহার দ্বারা বহু সংখ্যক লোকের জীবন রক্ষা করা যাইতে পারে। কিন্তু যদি চাউলের দ্বারা মদ্য প্রস্তুত করিবার প্রথা একেবারে রহিত করিয়া দেওয়া যায়, তাহা হইলে হয়ত চাউলের অভাব কমিয়া গেলে উহার উৎপন্নের পরিমাণও ত্বাস হইয়া গিয়া দেশের দারিদ্রতা বৃদ্ধি করিতে পারে।” “প্রশ্ন ঃ-আপনার জেলার মধ্যে সম্লান্ত ও ক্ষমতাশালী ব্যক্তিদের নাম কি ? তাহাদের অনুচরদিগের সংখ্যা কত .", এবং তাহারা অন্ত্র শস্ত্রে সজ্জিত থাকে কি ? উত্তর ঃ-নিম্নলিখিত ব্যক্তিগণ এই জেলার সম্রাস্ত ও ক্ষমতাশালী অধিবাসী । স্বীয় স্বীয় কাজ কৰ্ম্ম পরিচালন ১৯